সেলিম রেজা,নওগাঁ প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলার সংগঠনটি সরকারের উন্নয়নমূলক সকল কর্মকান্ডে যথাযথ ভূমিকা রাখছে। বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনেও ছাত্রলীগের কাঁধে ভর করেই স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামীলীগ থেকে প্রথম বারের মত সদর আসনের সিংহাসন অলংকৃত করার গৌরব অর্জন করেন দলটি। অহংকার করার মত অনেক সমৃদ্ধ ইতিহাস রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের।
তোতা- রুনু, কনক – আরমান ও বর্তমান শাকিল – ইমন পর্যায়ক্রমে ঐতিহ্যবাহী এ সংগঠনটির সুনাম ও সাংগঠনিক গতিশীলতা ধরে রাখতে সক্ষম হয়েছে।
সর্বশেষ শাকিল- ইমন কমিটির মেয়াদ শেষ। নতুন কমিটির নেতৃত্বে আসতে প্রতিযোগিতা করছে একাধিক ছাত্রনেতা। ঐতিহ্যবাহী এ সংগঠনটির নেতৃত্ব পেতে বরাবরের মত এবারও চলছে ব্যাপক প্রতিযোগিতা। এবারের সম্মেলনে সাধারন সম্পাদক পদ পেতে প্রতিযোগিতায় নেমেছেন প্রত্যান্ত অঞ্চল থেকে আসা ছাত্রদের আস্থার প্রতিক বর্তমান জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মোঃ মোক্তার হোসেন।
জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী মোক্তার হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ তাদের কর্মকান্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা সক্রিয়তা দিয়ে আদর্শভিত্তিক গতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শিক এই সংগঠনটিতে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে এ ইউনিটকে মডেল সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি আরো বলেন- ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সব ধরনের প্রতিকুলতাকে মোকাবেলা করতে রাজপথে থাকবো। সময়ের দাবী পূরণে সকল কর্মসূচী পালনসহ যে কোন চ্যালেঞ্চ মোকাবেলায় প্রস্তুত ছাত্রলীগ।
সদর উপজেলা ছাত্রলীগের- সহ সভাপতি ও জেলা ছত্রলীগের বর্তমান কমিটির সহ -সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তরুন এই ছাত্রনেতা।
সদর উপজেলার প্রত্যান্ত অঞ্চল পদ্মানদীর ভাঙ্গন কবলিত এলাকায় বেড়ে উঠা মোক্তার হোসন ছাত্র সংগঠক হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করেছে। এছাড়াও প্রত্যান্ত গ্রাম থেকে আসা ছাত্রদের সার্বিক সহযোগীতার জন্য গড়ে উঠা “চরাঞ্চল সার্বিক কল্যাণ সমিতি” নামে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দেখা গেছে, বর্তমান কমিটির যুগ্ন সাধারন সম্পাদক আবু হাসনাত সুমন, দপ্তর সস্পাদক মোঃ শফিউর রহমান সোহেল, কার্যনির্বাহী সদস্য আজিজুল বারিসহ বেশ কিছু ছাত্রনেতা মোক্তার হোসেন কে সাধারন হিসেবে দেখতে চাই লিখে ব্যানার ও ফেস্টুন টাঙ্গিয়েছে।
ছাত্রনেতা আবু হাসনাত সুমন জানান, জেলা ছাত্রলীগের সক্রিয়তা বজায় রাখতে প্রগতিশীল ছাত্র রাজনীতির মডেল, প্রতিভাবান ছাত্রসংগঠক ও উদীয়মান তারুন ছাত্রনেতা মোঃ মোক্তার হোসেনকে প্রয়োজন।
এদিকে আগামী জেলা ছাত্রলীগ কমিটির সাধারন সম্পাদকের দৌড়ে থাকা মোক্তার হোসেনের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন সাবেক ছাত্রনেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামীলীগ ও যুবলীগসহ অন্যান্য সংগঠনের গুরুত্বপূর্ণ দ্বায়িত্বে থাকে একাধিক নেতা বলেন, ছাত্রলীগ সংগঠনকে গতিশীল করতে হলে পরিশ্রমী ছাত্র সংগঠকদের নেতৃত্বে নিয়ে আসতে হবে।
ভৌগলিক অবস্থান বিবেচনায় নয়, যোগ্যতাকে কে প্রাধান্য দিয়ে কমিটি গঠন করলে ঐতিহ্যবাহী এ সংগঠনটির গতিশীলতা ধরে রাখা সম্ভব বলে মনে করেন তারা। উদীয়মান তরুন ছাত্রনেতা মোক্তার হোসেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হওয়ার যথেষ্ট যগ্যতা রয়েছে বলে মন্তব্য করেন সাবেক ছাত্র নেতারা ।
0 মন্তব্যসমূহ