ইরানের
বিরুদ্ধে অদূর ভবিষ্যতে যুদ্ধে জড়ানোর হুমকিকে বিভ্রান্তিকর শিশুসুলভ
বক্তব্য হিসেবে আখ্যা দিল ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন
মুখপাত্র ইরাক-ইরান যুদ্ধের ইতিহাস সম্পর্কে তার জ্ঞান নাই বলেও উল্লেখ
করেন।
দেশটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি প্রিন্স সালমানকে সতর্ক
করে দিয়ে বলেন, মৃত্যুর সঙ্গে পাশা খেলবেন না। সাদ্দাম হোসেনের চ্যালেঞ্জকে
ইরান কীভাবে মোকাবেলা করেছিল তা কোনো অভিজ্ঞ সৌদি কর্মকর্তার কাছ থেকে
বিভ্রান্তিকর নবীনকে জেনে নেয়ার পরামর্শও দেন তিনি।
কাসেমি
বলেন, সে এখনো অনেক অপরিপক্ক অথবা যুদ্ধ কি সে সম্পর্কে জানে না অথবা
ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নেই অথবা অভিজ্ঞ ও জ্ঞানী লোকের সঙ্গে কখনও
কথাও বলেনি।
সম্প্রতি
যুক্তরাষ্ট্র সফরকালে ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে পরমাণু
কর্মসূচি থেকে ইরানকে বিরত রাখতে অর্থনৈতিক অবরোধ আরোপের আহ্বান জানান।
সৌদি যুবরাজ বলেন, সামরিক সংঘাত এড়াতে আমাদের অবশ্যই এটা অর্জন করতে হবে।
এটা করতে ব্যর্থ হলে সম্ভবত ১০ থেকে ১৫ বছরের মধ্যে ইরানের সঙ্গে আমাদের
যুদ্ধে যেতে হবে।
মধ্যপ্রাচ্যের
রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টায় থাকা দুটি দেশ ইরান ও সৌদি আরবের মধ্যে
বর্তমানে প্রক্সি যুদ্ধ চলছে। দুটি দেশ পরোক্ষভাবে ইয়েমেনে একে অপরের
বিরুদ্ধে ছায়া যুদ্ধে জড়িয়ে পড়েছে। এছাড়াও তাদের মধ্যে বিভিন্ন দেশের
রাজনীতির নিয়ন্ত্রণ নিয়ে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছে।-আল জাজিরা।
সূত্রঃ ডি/ই
সূত্রঃ ডি/ই
0 মন্তব্যসমূহ