আমিনুল ইসলাম আমিনঃ
শীত শেষে খেজুরের রসের পিঠার আনন্দ শেষ। তবে শুরু হয়েছে খেজুরের সুভাষে উদ্ভাসিত মুকুল।সাথে হাজারো ছোট ছোট কাচা খেজুর।শিশুদের আনন্দ দেখে কে! তারা কাচা খেজুর দিয়ে গুটি খেলে।বরগুনা জেলা প্রায় বাড়িতে রয়েছে খেজুর গাছের সারি।কয়েক দিন পর কাচা খেজুর ভিজিয়ে রাখার পর সে গুলো পেঁকে হলদেঁ হয়ে যাবে। শিশু কিশোররা সকালে ঘুম থেকে উঠে যাবে খেজুর কুড়াতে।
0 মন্তব্যসমূহ