মোহাম্মদ দেলোয়ার হোসেন,ফেনী প্রতিনিধিঃ
সদ্য সমাপ্ত ফেনীর ডিজিটাল উদ্ভাবনী মেলায় তিন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ফেনী সরকারী কলেজের শিক্ষার্থীরা। মেলার শেষদিন রবিবার সন্ধ্যায় প্রধান অতিথি জেলা প্রশাসক মনোজ কুমার রায় পুরস্কার তুলে দেন।জেলা প্রশাসনের আয়োজনে শহরের পিটিআই মাঠে আয়োজিত তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন। সেরা উদ্ভাবক হন ফেনী কলেজ বিজ্ঞান ক্লাবরে টিম ইউরেকার আবু সায়িদ সানি, নকিবুল ইসলাম ও শরিফুল ইসলাম। ‘প্রিভেন্ট রেপ’ যন্ত্র উদ্ভাবন করে সেরা হন তারা।এছাড়াও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ফেনী সরকারি কলেজ এবং ‘আমার চোখে ডিজাটাল বাংলাদেশ’ শীর্ষক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে একই কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ফারহানা হক এরিন প্রথম হয়।পুরস্কার বিতরনী অণুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়া, অতরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবীর প্রমূখ উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ