বিএন ডেস্কঃ
ফুলগাজীর সিলোনিয়া নদী থেকে পুলিশ অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) লাশ উদ্ধার
করেছে। শুক্রবার (২ মার্চ) বিকেলে উপজেলার আনন্দপুর ইউনিয়নের সিলোনিয়া নদীর
পেঁচিবাড়িয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে উপজেলার আনন্দপুর ইউনিয়নের
পেঁচিবাড়িয়া এলাকায় সিলোনিয়া নদীতে স্থানীয়রা এক ব্যক্তির লাশ ভাসতে দেখে
পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এস আই) মো. মাজহারুল ইসলাম এক অজ্ঞাত
ব্যক্তির লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তির শরীরে কোন
ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি। তাছাড়া লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।
সূত্রঃ অজয়বাংলা
0 মন্তব্যসমূহ