বাঁশখালীর চাঁপাছড়ির উন্নয়নের ফিরিস্তি এবং বাস্তবায়ন

গাজী মোহাম্মদ ইমতিয়াজ নয়নঃ
চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার বাহারছড়া ইউপি এর পূর্ব চাঁপাছড়ি তথা ৯নং ওয়ার্ড একটি অবহেলিত জনপদ। বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা ভোটের আগে প্রতিশ্রুতি দিলেও কিছু ছোট কাটো উন্নয়ন ছাড়া বৃহৎ কোন উন্নয়নের ছোয়া এলাকাটিতে লাগেনি,মানুষের সপ্নের বিদ্যুৎটিও এখনো তার এবং খুটিতে ঝুলে আছে,প্রধান সড়কটি মাষ্টারপুল থেকে করিমবাজার (আবদুল্লাহ শাহ সড়ক) ২০০১ সালে জাপান সাহায্য সস্থা (জাইকা)কর্তৃক নির্মিত ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্রের সুবাদে ব্রিক সলিং করা হলেও বিগত ১৭ বছরের মধ্যে একটা ইটও লাগনো হয়েছে কিনা মানুষের জানা নেই, বরং চুরি হয়ে যাওয়া ইট গুলির স্থানে গর্ত হয়ে রয়েই আছে।বিগত কয়েকদিন আগে সাচী মোহাম্মদ মসজিদ পুকুরে একটি ট্রলি গাড়ি উল্টে গিয়ে একজন সাবেক মেম্বার প্রার্থী গুরুতর আহত হয়েছেন।সামনে বর্ষার দিনে সড়কটি দিয়ে চলাচল করা আরো অনুপযোগী হয়ে যাবে এবং দুর্ঘটনা ঘটতে পারে।এলাকার জনপ্রতিনিধি এবং সচেতন মানুষের দৃষ্টি আকর্ষন জরুরি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ