আমিনুল ইসলাম আমিন
নিমেষে তুলিতে পারো প্রলয় মহা ঝড়,
আপনকে করিতে পার মুহুর্তেই পর।
জীবনকে করিতে পার মুহুর্তে নিথর,
ভাঙ্গতে পারো মস্তবড় ইমরতের ঘড়।
সিন্ধুতে জাগতে পারো জগৎসম চর,
পর্বতকে করিতে পারো মুহুর্তে খর।
অধমকে করো তুমি গুনী সহচর।
হাসিঁকে করিতে পারো সহসা নিরাশ,
নিরাশকে জাগাতে পারো অপূর্ব আশ্বাস।
0 মন্তব্যসমূহ