বিএন ডেস্কঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ১০৭নং পূর্ব রত্নপূর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রকৌশলী অফিস কাজ বন্ধ করে দিয়েছে। তাছাড়া পুনরায় সিডিউল মেনে কাজ করার নির্দেশ প্রদান করেছেন প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম ভূঁইয়া। এদিকে ভবন নির্মাণে ঠিকাদার কর্তৃক নিম্নমানের মালামাল ব্যবহার ও অনিয়ম করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সোমবার এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যালয় ভবন নির্মাণ পরিদর্শনে গেলে দেখা যায় আরসিসি ঢালাই ও ফিলার (খুঁটি) মধ্যে ফাটল দেখা দেয়। স্থানীয় ও প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, ১০৭নং পূর্ব রতœপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ২ রুমের দ্বিতল ভবন নির্মাণের জন্য স্থানীয় সরকার অধিদফতরের অধীনে পিইডিপি-৩ প্রকল্প হতে ১ কোটি ৫ লাখ ২৬ হাজার ৫শ’ ৯ টাকা ব্যয়ে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ঠিকাদার নিয়োগ দেয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রয়েল এ্যাসোসিয়েট কাজের ফারমিট নিয়ে গত ১ মাস যাবত কাজ শুরু করে। তবে কাজের মান অতীব নিম্নমানের ফলে ভবনের মূল ভিত্তি দাঁড় করানোর আগেই ফাটল দেখা দিয়েছে। এদিকে এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রকৌশলী অফিস নির্মাণাধীন খুঁটি ভেঙ্গে দিয়ে পুনরায় খুঁটি স্থাপনের নির্দেশ প্রদান করে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন, নির্মাণাধীন ভবনে কাজের অনিয়মের ফলে ঠিকাদারকে সিডিউল মেনে কাজ করতে বলা হয়েছে। অন্যথায় প্রকৌশলী অফিস ঠিকাদের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রয়েল এ্যাসোসিয়েটের পরিচালক মোঃ জয়নাল আবেদিনের কাছে কাজের অনিয়ম সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, রাজমিস্ত্রির গাফিলতির কারণে এ ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। খুঁটি গুলো ভেঙ্গে পুনরায় নির্মাণ করা হবে বলেও তিনি জানান।
/জনকন্ঠ
0 মন্তব্যসমূহ