খোলা চিটিঃ
মাননীয়,
সংসদ সদস্য,বাঁশখালী১৬
এবং
চেয়ারম্যান, ৪নং বাহারছড়া ইউনিয়ন,বাঁশখালী
বিষয়: রাস্তা সংস্কার করণের জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মানপূর্বক এই যে,আমরা বাঁশখালী উপজেলা ৪ নং বাহারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড তথা পুর্ব চাঁপাছড়ি এলাকার বাসিন্দা হই। বিগত ২০০১ সালে রশিদিয়া সাইক্লোন সেল্টার নির্মান করার সময় মাষ্টারপুল-করিমবাজার ব্রিক সলিংনে নির্মান করা হয়"বিগত ১৭ বছরে ঐসড়কে কোন উন্নয়ন হয়নি ভাঙ্গা ও গর্তে হয় গেছে অনেক জায়গায় । এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় মানুষেরা গাড়িতে করে চলাফেরা করে। কিন্তু বিবেচনার বিষয় হলো এই যে, অনেক আশংকা জনিত যুঁকি নিয়ে এই রাস্তাগুলোতে গাড়ি নিয়ে চলাফেরা করতে হয়। তাতে করে অনেক সময় অনেকের মারাত্নক ক্ষতি ও হতে পারে। কিন্তু বিগত ১৭ বছরে এই রাস্তা সংস্কার নিয়ে কোন রকম মাথা ঘামানো ও কারো কাছে দেখছি না।এই রাস্তাটা সংস্কার না করলে বর্তমানে হচ্ছে তো হচ্ছে,কিন্তু ভবিষ্যতে আরো নানা রকম ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছি।
অতএব, মহোদয় আপনার কাছে বিনীত অনুরোধ আপনি যদি এই রাস্তা সংস্কার করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে আমরা সকলে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব।
নিবেদক,
পূর্ব চাঁপাছড়ি এলাকাবাসী
0 মন্তব্যসমূহ