নিউজ ডেস্কঃ
বাঁশখালীতে হাতি দিয়ে
চাঁদাবাজিতে অতীষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। কিছুদিন পর পর পালিত হাতি নিয়ে
প্রকাশ্যে রাস্তায় সর্বস্তরের জনগণের কাছ থেকে চাঁদা তোলা হলেও এদের
বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় না। গতকাল শনিবারও প্রধান সড়কে সকাল থেকে
তিনটা হাতি নিয়ে চাঁদাবাজি করতে দেখা গেছে। ছোট বড় সব ব্যবসায়ীদের কাছ থেকে
গনহারে নেওয়া চাঁদা নেয়া হয়েছে। বাঁশখালীর সর্ব উত্তরে পুকুরিয়া চৌমুহনী
থেকে শুরু করে সাধনপুর, বানীগ্রাম, কালীপুর, রামদাসহাট, বৈলছড়ি, চেচুরিয়া, মিয়ারবাজার, উপজেলা সদর জলদী, দারোগা বাজার, টাইমবাজার, চাম্বলবাজার, নাপোড়া বাজার, পুইছড়ি বাজার হয়ে হাতি তিনটি নিয়ে চাঁদাবাজরা চকরিয়া চলে যায় । আগে ৫/১০ টাকা দিলেও নিত, কিন্তু এখন চাহিদা আরো বেশি । উপজেলা সদরের ব্যবসায়ী বেলাল বলেন, এটা কোন ধরনের চাঁদাবাজি, কিছুদিন
পরপর আসে আর কম টাকা দিলেও নেয়না । প্রশাসনের এ ব্যাপারে বিহীত ব্যবস্থা
নেওয়া প্রয়োজন। তবে এ ব্যাপারে বাঁশখালী প্রশাসনকে কেউ কোন অভিযোগ করেনি
বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়।
সুত্রঃদৈনিক আজাদী
0 মন্তব্যসমূহ