কক্সবাজার ক্রিকেট একাডেমিকে ৪-০তে পরাজিত করে বাঁশখালী ক্রিকেট একাডেমির সিরিজ জয়


মোঃ এরশাদঃ সমপ্রতিক কক্সবাজার ক্রিকেট একাডেমি কতৃর্ক আয়োজিত দুই ম্যাচ টি-২০ দুই ম্যাচ ওয়ানডে ক্রিকেট সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত ম্যাচে আজ ৮ উইকেটে স্বাগতিক কক্সবাজার ক্রিকেট একাডেমিকে পরাজিত করে বাঁশখালী ক্রিকেট একাডেমি। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলোয়াড়দের পুস্কার প্রধান করেন সাখাওয়াত হোছাইন তুর্য়্য ক্রীড়া সম্পাদক কক্সবাজার জেলা ছাএ লীগ। সকালে স্বাগতিক কক্সবাজার ক্রিকেট একাডেমি টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করেন। দলের সাজিল ২১,বাপ্পা ২৪,রান করে।বোলিং রাশেদুল ইসলাম ৩টি সুদিপ্ত ১টি উইকেট লাভ করে। জবাবে বাঁশখালী ক্রিকেট একাডেমি ৯৪ রানে লক্ষকে ব্যাট করতে নেমে ১০.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায়। দলের হয়ে এস এম রাসেল ৩৫, রুবেল ৪৯ * রান করে। বোলিং কক্সবাজার হয়ে বাবু ও সুমন ১টি করে উইকেট লাভ করে। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রাশেদ। এবং উক্ত টি-২০ সিরিজের প্রথম খেলা গত ১৫ এপ্রিল অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বাঁশখালী ক্রিকেট একাডেমি ৫৫রানে জয় লাভ করেন। প্রথমে বাঁশখালী ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে ১৭২ রান সংগ্রহ করে। দলের হয়ে ইমন ৪১, মনছুর ৩৩ রান করে। বোলিং কক্সবাজার হয়ে অভি ৩টি বাবর ২টি করে উইকেট লাভ করেন। বাঁশখালী হয়ে বোলিং রুবেল ও সুদিপ্ত ২টি করে উইকেট লাভ করেন। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বাঁশখালী ক্রিকেট একাডেমীর ইমন। উক্ত সিরিজের দুইটি ওয়ানডে ম্যাচ গত ১৩ এপ্রিল কুরুশকুল ডেইল পাডা মাঠে প্রথম ও দ্বিতীয় ম্যাচে অনুষ্ঠিত হয় দুই ম্যাচে বাঁশখালী ক্রিকেট একাডেমি প্রথম ও দ্বিতীয় ম্যাচে কক্সবাজার ক্রিকেট একাডেমিকে ১ উইকেটে পরাজিত করে ২-০ তে সিরিজ জয় তুলে নেন বাঁশখালী। কক্সবাজারের হয়ে টিপু ৫৭, বাঁশখালী হয়ে বোলিং রুবেল ও মাঈনুল ৩টি করে উইকেট লাভ করে। জবাবে বাঁশখালীর হয়ে ব্যাংটি করতে নেমে আকবর ২২, ইমন ২১ রান সংগ্রহ করেন। কক্সবাজারের হয়ে অভি ৩টি উইকেট লাভ করে উক্ত ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রুবেল । সিরিজের দ্বিতীয় ম্যাচেও উক্ত মাঠে অনুষ্ঠিত হয়। প্রথমে কক্সবাজার ব্যাট করতে নেমে ১২৫ রান সংগ্রহ করেন দলের হয়ে সাহেদ ৩৩, অভি ৩৫ রান করে। বোলিং বাঁশখালী হয়ে রাসেল ৫টি সোহান ৩টি করে উইকেট লাভ করে। জবাবে বাঁশখালী ব্যাটকরতে নেমে ইমন ৩৬, আকবর ১৫, রাসেল ১৪ রান সংগ্রহ করে।কক্সবাজারের হয়ে সুমন ৪টি অভি ৩টি করে উইকেট লাভ করে। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রাসেল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ