বাঁশখালীতে হাই কোটের নিষেধাজ্ঞা অমান্য


বিএন ডেস্কঃ দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে মহামান্য হাই কোটের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বসত ভিটা দখল করার অভিযোগ উঠেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বাঁশখালী শাখার নেতৃবৃন্দের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় আয়োজিত উক্ত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপ কামনা ও প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সুনীল কান্তি শীল। এতে তিনি বলেন, বাঁশখালীর উত্তর জলদি গ্রামে আমার ক্রয়কৃত ও ভোগ দখলীয় ‘সৈকত ভবন’ নামের বিল্ডিংটি গত ৫ এপ্রিল বিকাল ৪টায় মহামান্য হাইকোটের নিষেধাজ্ঞা অম্যান্য করে জোরপূর্বক দখল করা হয়েছে। পরে একই বিল্ডিংয়ের একাংশ ভেঙ্গেও দেওয়া হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বাঁশখালী শাখার নেতা আহমদ ছফা, বশর মেকানিক ও সুধীর চক্রবর্ত্তীসহ তাদের সাঙ্গপাঙ্গরা এই দখলের নেতৃত্ব দেন। পরবর্তীতে আমি তাদেরকে বাধা দিলে আমার ভাই বিধু কান্তি শীলকে মাটিতে ফেলে মারধর করেন। এসময় বাধা দিলে বিধু কান্তি শীলের স্ত্রী রিনা কান্তি সুশীলকে পরনের কাপড় ধরে টেনে হেঁছড়ে মাটিতে ফেলে বিবস্ত্র করেন হামলাকারীরা। সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, উক্ত ব্যক্তিদ্বয় বর্তমানে আমার পরিবারের সদস্যদের হত্যা ও গুম করার হুমকি দিচ্ছেন। ওই বিল্ডিং ভেঙ্গে মুক্তিযোদ্ধাদের বিল্ডিং তৈরির পাঁয়তারা করছেন তারা। উক্ত জায়গার বিষয়ে বিগত ২০/৬/২০১৭ইং বিজ্ঞ যুগ্ম জেলা জজ বাঁশখালী আদালতে মামলা দায়ের করা হয়। পরে বিজ্ঞ আদালত উল্লেখিত ব্যক্তিদের কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন। এরপর গত ১ এপ্রিল ঢাকায় মহামান্য হাই কোট সিভিল রিভিশন ৮১৩/২০১৮নং মামলা দায়ের করা হয়। সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, এতে বিজ্ঞ মহামান্য হাই কোট উক্ত জায়গায় ৬ মাসের জন্য স্থিতাবস্থার আদেশ প্রদান করেন। কিন্তু জবর দখলকারীরা আদালতের সেই নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির মহিলাদের একদিন সেখানে গৃহবন্দী করে সেই জায়গাটি জোরপূর্বক দখল করেন। এখন সেখানে বিল্ডিংয়ের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। আমি এমন পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য বিধু কান্তি শীল, রিনা কান্তি শীল, প্রভা রাণী শীল ও পাখি রানী শীল প্রমুখ।
/এফএনএস২৪

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ