কক্সবাজার টার্মিনাল এলাকায় দিনদুপুরে গাড়ি ভেঙ্গে ছিনতাই


নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিলানের পাশের এলাকার দক্ষিণ ডিককুলে দিনদুপুরে গাড়ির কাঁচ ভেঙ্গে ছিনতাই হয়েছে। ১৮ এপ্রিল দুপুর ১২ টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় গাড়ি চালক শাহ আলম আহত হয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে ঘটনার খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার এএসআই তপনের নেতৃতেত্ব একদল পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন বলে জানাগেছে। আহত গাড়ি চালক বাদী হয়ে ঘটনার সাথে জড়িত ৪জনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগও দায়ের করেছে। অভিযুক্তরা হলো, দক্ষিণ ডিককুল এলাকার মোঃ বাদশার পুত্র কামাল হোসেন, একই এলাকার মোঃ ইসমাইলের ছেলে আরফাত, আব্দুল হাকিমের ছেলে বাপ্পি ও নুরুল হকের পুত্র রিদুয়ানুল হক বলে জানাগেছে। আহত শাহ আলম জানান, স্থানীয় বায়তুল লতিফ জামে মসজিদের সামনে গাড়ি নিয়ে দাঁড়ালে অর্তকিত হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করে। গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে গাড়িতে থাকা ৩৫ হাজার টাকাও দুইটি মোবাইল ছিনতাই করে। ওই সময় তারা ইট দিয়ে গাড়ি ভাংচুর করে, অস্ত্রের মুখে জিম্মি করে এই ঘটনা করে তারা। পরে স্থানীয় লোকজন জড়ো হলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সাথে জড়িতরা নানা অপরাধের সাথে জড়িত। ইয়াবা, ডাকাতি ছিনতাইয়ের মতো জগন্য ঘটনা এখানে প্রতিনিয়ত ঘটিয়ে চলছে। তাদের ধরতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগিরা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ