বিএন ডেস্কঃ
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা
জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৬ জুন
দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার মামলাটির অভিযোগ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু মামলার
দুই আসামি মো: আমিনুল হক ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর
পক্ষে মামলাটি হাইকোর্ট স্থগিত করেছেন জানিয়ে সময়ের আবেদন করেন তাদের
আইনজীবীরা।
পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে বিশেষ জজ আদালত-২ এর বিচারক কেএসএম শাহ
ইমরান আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ২৬ জুন ঠিক
করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গ্রেফতার হয়ে খালেদা জিয়া কারাগারে রয়েছেন
বলে আদালতকে অবহিত করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। এদিন তিনি খালেদা
জিয়ার পক্ষে হাজিরা প্রদান করেন।
আজ খালেদা জিয়ার পক্ষে জিয়া উদ্দিন জিয়া, হান্নান ভূঁইয়া, আব্দুল খালেক মিলন প্রমুখ আইনজীবী উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ