বাঁশখালীতে একটি গাছের আশ্রয়ে বাঁচল শতাধিক যাত্রী


মোহাম্মদ বেলাল উদ্দিনঃ চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কে প্রতিনিয়ত ঘটছে কোনো না কোনো দূর্ঘটনা।তারই অংশ হিসেবে আজ শনিবার বিকাল ৪টার দিকে শহরগামী ১টি বাস দূর্ঘটনার সম্মুখীন হয়েছে।প্রত্যক্ষদর্শীদের সূত্রমতে,টৈটং থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাওয়ার সময় নাপোড়া ব্রীজ পর্যন্ত গেলে বাঁশখালী স্পেশাল সার্ভিস নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ১টি গাছের সাথে আটকে যায়।গাড়ি নং-১১-০২০১।গাছের সাথে গাড়িটি আটকে যাওয়ার কারণে ভাগ্যক্রমে শতাধিক যাত্রী প্রাণে বাঁচে।বাসটির যাত্রী ছিলেন শামিম উল্লাহ্ আদিল।তিনি এপ্রতিবেদককে বলেন,”আমার মা-বাবার দোয়ায় একটি গাছের উচিলায় ভাগ্যক্রমে বেঁচে গেলাম।গাড়ি চালকের কারণে এ দূর্ঘটনাটি ঘটেছে।বেপরোয়া গতিতে গাড়ি চালানো এই দূর্ঘনার মূল কারণ।”রাস্তা সরু হওয়ার কারণে এমন দূর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত।তবে অদক্ষ,আনাড়ি,অপরিপক্ষ চালকে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এমনটি হচ্ছে বলে জানান সচেতন মহল।তারা অতিস্বত্ত্বর বাঁশখালীর প্রধান প্রশস্ত করার জন্য জোর দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ