বিএন ডেস্কঃ
ফেনীতে ভোক্তা অধিকার সংরক্ষণে ও ভেজালের বিরুদ্ধে আজ ( ১০ এপ্রিল ) দুপুরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এসময় নকল আইসক্রীম বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ দিনের কারাদন্ড দিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
তিনি জানান,মঙ্গলবার ফেনীর পাঁচগাছিয়া তেমুহনী বাজারে মালিক নাসির উদ্দিনের দোকানে অভিযান পরিচালনা করা হয়।এসময় ফ্রিজের ভেতর শত শত আইসক্রীম যার মোড়কে লেখা কোয়ালিটি আইসক্রিম।মোড়কের গায়ে প্রস্তুতকারক হিসেবে চট্টগ্রামের ঠিকানা। অথচ এই আইসক্রীম তৈরী হচ্ছে ফেনীতে। বেশিরভাগ আইসক্রিমে নেই কোন মেয়াদ, নেই বি এস টি আই এর অনুমোদন। এসব আইসক্রিমের ভোক্তাদের এক বড় অংশ শিশুরা হওয়ায় আদালত অভিযুক্ত মালিক নাসির উদ্দিন চৌধুরী (৫৫) কে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ও প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার নির্দেশ প্রদান করে।
অভিযানে স্বাস্থ্য বিভাগের জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এন/এফ
0 মন্তব্যসমূহ