৩৮০০ পিস ইয়াবাসহ ৬ জন মাদক ব্যবসায়ী আটক


জোবাইর বিন জিহাদীঃ
চট্টগ্রামের জেলার সাতকানিয়া থানা পুলিশ কর্তৃক ৩৮০০ পিস মাদকসহ গ্রেপ্তার ৬জন ২ই মে রোজ বুধবার সকাল সাড়ে ৪টার ০৪টার সময় মাইক্রোবাস তল্লাশি করে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার এসআই হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্স সহ সাতকানিয়া থানাধীন কেওচিয়া ইউপিস্থ খুনি বটতল নামক স্থানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি সাদা রংয়ের টিআরএক্স মাইক্রোবাস তল্লাশী করে উক্ত গাড়ীতে থাকা ১| আব্দুর রহমান রিয়াজ(১৯), পিতা- নুরুল ইসলাম সাং- আমানতপুর (ছাপরাসী বাড়ী), ২। ইয়াসির আরাফাত হৃদয়(২১) পিতা- নুরে আলম সাং- আমানতপুর (দুলাল বাড়ী) উভয় ইউনিয়ন- আমানতপুর ৪নং ওয়ার্ড, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী, ৩। মোঃ ফারুক হোসেন(২০), পিতা- মৃত মজিবুল হক, সাং- শ্রীধরপুর (আমিন উল্লাহ ব্যাপারী বাড়ী), ৪। মাসুদ আলম(২০), পিতা- মিয়ার বক্স, ৫। নাছির উদ্দিন(৩২) পিতা- আব্দুল জলিল, ৬। মোঃ কামাল উদ্দিন(১৮) পিতা- আব্দুল জলিল সর্বসাং-বাউপুর (নতুন বাড়ী) সরসপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড থানা- মনোহরগঞ্জ, জেলা- কুমিল্লাদেরকে ৩৮০০ (তিন হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। সাতকানিয়া থানা পুলিশের বিবৃতি থেকে জানা যায়, এই সময় আসামীগণ কর্তৃক মাদকদ্রব্য বহনে ব্যবহৃত মাইক্রোবাস ও জব্দ করা হয়। উক্ত ইয়াবা ব্যবসায়ীগণ অবৈধ ভাবে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখায় এবং গাড়ীতে বহন করার অপরাধে তাদের বিরুদ্ধে সাতকানিয়া থানার মামলা নং-০২ তারিখ-০২ই মে২০১৮ইং ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধিত/০৪) এর ১৯(১) এর টেবিল ৯(খ)/২১/২৫ ধারায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ