মোহাম্মদ বেলাল উদ্দিনঃ
কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পরিবার ও সমাজ পর্যায়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি প্রকল্পের সহায়তায় এক ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি মহড়া বাঁশখালীর ছনুয়ায় অনুষ্ঠিত হয়।ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও কার্যকরী দলের সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে দূর্যোগ পূর্ব প্রস্তুতির এই মহড়া সম্পন্ন হয়েছে।গতকাল বিকালে ছনুয়া ১নং ওয়ার্ডে অনুষ্ঠিত এই মহড়ায় উপস্থিত ছিলেন কারিতাসের ফ্রান্স প্রতিনিধি ড্যানিয়েল শীপু গোমেজ,কারিতাস চট্টগ্রাম অঞ্চলের প্রধান মোহাম্মদ তাহের,শাখা ব্যবস্থাপক মোঃ দেলাওয়ার হোসাইন আল মামুন প্রমুখ।
এসময় ছনুয়ার শত শত উৎসাহী লোক এই মহড়া দেখতে আসেন।কারিতাসের ব্যবস্থাপনা কমিটি ও কার্যকরী দলের সদস্যরা ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি,চিকিৎসা,খাবার সংগ্রহ,গবাদি পশুর খাদ্য সরবরাহ,বিশুদ্ধ পানি সরবরাহ ইত্যাদি বিষয়ে ধারণা দেন।
কারিতাসের আয়োজনে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি মহড়ার এই অনুষ্ঠান দেখতে আসা তারেক মাহমুদ নামের এক ব্যক্তি এ প্রতিবেদককে বলেন,”কারিতাসের এই মহড়ায় প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা ও পূর্ব প্রস্তুতি বিষয়ে ধারণা দেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ