বি,এন ডেস্কঃ
হাটহাজারীতে রেলের চাকায় দ্বিখন্ডিত হয়ে সায়েম (১৪) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বিকাল সাড়ে তিনটার সময় পৌরসভার বুলবুলি পাড়া এলাকার আবুল কালাম সওদাগরের বাড়ির মসজিদের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সায়েম ও কয়েকজন কিশোর চলন্ত ট্রেনে উঠে। ধীরগতির শাটল ট্রেনটি প্ল্যান্টে কাছাকাছি কালভার্ট এলাকায় পৌঁছলে সায়েম ট্রেন থেকে লাফ দেয়। এসময় সে অসাবধানবসত ছিটকে ট্রেনের নিচে পড়ে যায়। এতে চলন্ত ট্রেনে তার শরীর পেট বরাবর দ্বিখণ্ডিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সন্ধ্যার দিকে ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই জাহাঙ্গীর এসে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। নিহত সায়েম হাটহাজারীর নলেজ স্কুল এন্ড কলেজের অষ্ঠম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। সে রাউজান উপজেলার গহিরা দলইনগর এলাকার দানবীর খয়রাতি মিয়ার বাড়ির মোহাম্মদ মজিবুর রহমানের এর ২য় পুত্র বলে জানা যায়। তার বড় ভাইয়ের নাম সাজ্জাদ।তারা হাটহাজারী পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকায় হাজী শফি ম্যানশনে ভাড়ায় থাকে।
হাটহাজারীতে রেলের চাকায় দ্বিখন্ডিত হয়ে সায়েম (১৪) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বিকাল সাড়ে তিনটার সময় পৌরসভার বুলবুলি পাড়া এলাকার আবুল কালাম সওদাগরের বাড়ির মসজিদের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সায়েম ও কয়েকজন কিশোর চলন্ত ট্রেনে উঠে। ধীরগতির শাটল ট্রেনটি প্ল্যান্টে কাছাকাছি কালভার্ট এলাকায় পৌঁছলে সায়েম ট্রেন থেকে লাফ দেয়। এসময় সে অসাবধানবসত ছিটকে ট্রেনের নিচে পড়ে যায়। এতে চলন্ত ট্রেনে তার শরীর পেট বরাবর দ্বিখণ্ডিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সন্ধ্যার দিকে ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই জাহাঙ্গীর এসে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। নিহত সায়েম হাটহাজারীর নলেজ স্কুল এন্ড কলেজের অষ্ঠম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। সে রাউজান উপজেলার গহিরা দলইনগর এলাকার দানবীর খয়রাতি মিয়ার বাড়ির মোহাম্মদ মজিবুর রহমানের এর ২য় পুত্র বলে জানা যায়। তার বড় ভাইয়ের নাম সাজ্জাদ।তারা হাটহাজারী পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকায় হাজী শফি ম্যানশনে ভাড়ায় থাকে।
0 মন্তব্যসমূহ