মোহাম্মদ বেলাল উদ্দিনঃ
বাঁশখালী উপজেলার পুঁইছড়ি-ছনুয়া সংযোগ সড়কে
পথচারীদের দূর্ভোগের শেষ নেই।এনিয়ে স্থানীয় ও জাতীয় দৈনিকে একাধিক সচিত্র
প্রতিবেদন প্রকাশিত হয়।পত্রিকায় লেখালেখি ও স্থানীয় জনসাধারণের ক্ষোভ ও
দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে কর্তৃপক্ষের টনক নড়ল।এই সড়কটির জন্য ৫৬ লক্ষ
টাকার টেন্ডার হয়েছে।কিন্তু দুঃখের বিষয় এলজিইডির রেইট সুবিধাজনক নয় মনে
করে কোন ঠিকাদার কাজ নিচ্ছে না।অন্যদিকে প্রতিদিন বৃষ্টি হওয়ার ফলে সড়কটিতে
যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।এহেন
অবস্থায় লাখো মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে আজ থেকে বাঁশখালী উপজেলা
পরিষদের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু হচ্ছে।এ সড়কে চলাচলকারী
গাড়ি সমুহ গর্তে আটকে প্রয়োজনীয় যন্ত্রাংশ ভেঙ্গে মাঝপথে অচল হয়ে
পড়েছে।তাছাড়া অসহনীয় দূর্ভোগ নিয়ে যাতায়াত করছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের
শিক্ষার্থীরা।এব্যাপারে বাঁশখালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম
বলেন,টেন্ডার হয়েছে ৫৬লক্ষ টাকার।কিন্তু এলজিইডির রেইট সুবিধাজনক নয় মনে
করে ঠিকাদারেরা কাজ নিচ্ছে না।তাই জরুরি ভিত্তিতে উপজেলা পরিষদ হতে মেরামত
আজ থেকে শুরু করব।
0 মন্তব্যসমূহ