বাঁশখালীতে বিশাল আকৃতির বন্য হাতির মৃত্যু



মোহাম্মদ বেলাল উদ্দিনঃ বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের শিয়ালগারা নামক এলাকায় একটি বিশাল আকৃতির বন্য হাতি মারা গেছে।সূত্রে জানা গেছে,গ্রীষ্মের কাটফাঁটা রোদে পাহাড়ে অনেক হাতি অসুস্থ্য হয়ে পড়েছে।একদিকে পাহাড়ে খাদ্য সংকট অন্যদিকে তীব্র গরমে পাহাড়ে অসুস্থ্য হয়ে পড়েছে হাতি।গতকাল মারা যাওয়া এই হাতিটিকে কিছুদিন আগে বনবিভাগের পক্ষ থেকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছিল।কিছুটা সুস্থ্য হয়ে ওঠার পর অবশেষে হাতিটি মারা গেছে।ঘটনাস্থলে উপস্থিত শিয়ালগারা গ্রামের শাহাদাত হোসেন নামের এক ব্যক্তি সাপ্তাহিক অগ্রযাত্রাকে বলেন,পাহাড়ে খাদ্য সংকটে অনাহারে অসুস্থ্য হয়ে পড়ে হাতিটি।কিছুদিন আগে চুনতি অভয়ারণ্য রেঞ্জের পক্ষ থেকে চিকিৎসা দেওয়া অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল হাতিটি।আরো অনেক হাতির অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য,বাঁশখালীতে পাহাড়ে খাদ্য সংকটের কারণে প্রতিনিয়ত লোকালয়ে হানা দেয় হাতির পাল।কৃষকের ক্ষেত ধ্বংস করাসহ;প্রাণহানির ঘটনা ঘটেছে অহরহ।সাম্প্রতিক সময়ে প্রচন্ড রোদের কারণে বাঁশখালীর পাহাড়ে অসুস্থ্য হয়ে পড়ছে অনেক বন্য প্রাণী।এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনো ব্যবস্থা গ্রহণ উচিত বলে মনে করেন সচেতন মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ