বি,এন ডেস্কঃ
বাঁশখালী উপজেলা থেকে যাত্রী হিসাবে ভাড়া করে গত রবিবার দুপুরে মহেশখালী
উপজেলার শাপলাপুরে নিয়ে ২ লক্ষ টাকা চাঁদাদাবির ৮ ঘণ্টার মধ্যেই রাত ৪টার
দিকে অভিযান চালিয়ে চোরাই সিএনজি অটোরিক্শা উদ্ধার করেছে বাঁশখালী থানা
পুলিশ। এ ব্যাপারে চালক কৃষ্ণ দে’কে জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালী পৌরসভার জলদীর বাসিন্দা জহিরুল ইসলাম মালিকানাধীন সিএনজি অটোরিক্শাটি সরল ইউনিয়নের পাইরাং গ্রামের সুবল দে’র ছেলে কৃষ্ণ দে গাড়িটির চালক ছিলেন। গত রবিবার দুপুরে উপজেলা সদর থেকে মহেশখালী উপজেলার কালামারছড়া শাপলাপুর টাইমবাজার এলাকায় যাত্রী নিয়ে ভাড়া যায়। সন্ধ্যার দিকে চালক কৃষ্ণ দে অটোরিক্শার মালিক জহিরুল ইসলামকে মুঠোফোনে জানান, স্থানীয় সন্ত্রাসীরা গাড়িটি আটক রেখে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করছে। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম মহেশখালী থানার সাথে যোগাযোগ শুরু করেন। কয়েক ঘণ্টা বিভিন্ন তথ্য সংগ্রহ করে মহেশখালী থানার এএসআই রোকন উদ্দীনের সহযোগিতায় অটোরিক্শাটি উদ্ধার করা হয়।বাঁশখালী পুলিশ পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম অটোরিক্শা উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালী পৌরসভার জলদীর বাসিন্দা জহিরুল ইসলাম মালিকানাধীন সিএনজি অটোরিক্শাটি সরল ইউনিয়নের পাইরাং গ্রামের সুবল দে’র ছেলে কৃষ্ণ দে গাড়িটির চালক ছিলেন। গত রবিবার দুপুরে উপজেলা সদর থেকে মহেশখালী উপজেলার কালামারছড়া শাপলাপুর টাইমবাজার এলাকায় যাত্রী নিয়ে ভাড়া যায়। সন্ধ্যার দিকে চালক কৃষ্ণ দে অটোরিক্শার মালিক জহিরুল ইসলামকে মুঠোফোনে জানান, স্থানীয় সন্ত্রাসীরা গাড়িটি আটক রেখে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করছে। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম মহেশখালী থানার সাথে যোগাযোগ শুরু করেন। কয়েক ঘণ্টা বিভিন্ন তথ্য সংগ্রহ করে মহেশখালী থানার এএসআই রোকন উদ্দীনের সহযোগিতায় অটোরিক্শাটি উদ্ধার করা হয়।বাঁশখালী পুলিশ পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম অটোরিক্শা উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন।
সুত্রঃ দৈনিক পূর্বকোণ
0 মন্তব্যসমূহ