বি,এন ডেস্কঃ
বাঁশখালী উপজেলা পুকুরিয়া ইউনিয়নে ৩নং ওয়ার্ড ও সরল ইউনিয়নে ৬নং ওয়ার্ডে ইউপি সদস্যের মৃত্যুর কারণে আগামী ২৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার মনোনয়ন সংগ্রহ করেছেন ৫ জন। আগামি ২৬ জুন বাছাই ও ৩ জুলাই প্রত্যাহারের শেষ তারিখ। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ জুলাই।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সরল ইউনিয়নে ৬নং ওয়ার্ডে ইউপি সদস্য আনোয়ার সিকদার গত ১৮ এপ্রিল মৃত্যুবরণ করেন ও পুকুরিয়া ইউনিয়নে ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য নজির আহমদ ২৩ এপ্রিল মৃত্যুবরণ করেন। এই দুই ইউনিয়নে দুই ওয়ার্ডে সদস্য পদটি নির্বাচন অফিস শূন্য ঘোষণা করে। এই শূন্যপদ পূরণের জন্য নির্বাচন অফিস ভোটের তারিখ ঘোষণা করেছে। গতকাল রবিবার রির্টানিং অফিসারের কাছে মনোয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল। মনোনয়ন সংগ্রহকারী প্রার্থীরা হলেন সরল ৬নং ওয়ার্ডের নুর মোহাম্মদ, মোহাম্মদ ওসমান গণি, শামীমুল ইসলাম সিকদার, পুকুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাবিবুর রহমান, আবু তাহের চৌধুরী। বাঁশখালী উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফয়সাল আলম বলেন, সকলের সহযোগিতা নিয়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।
বাঁশখালী উপজেলা পুকুরিয়া ইউনিয়নে ৩নং ওয়ার্ড ও সরল ইউনিয়নে ৬নং ওয়ার্ডে ইউপি সদস্যের মৃত্যুর কারণে আগামী ২৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার মনোনয়ন সংগ্রহ করেছেন ৫ জন। আগামি ২৬ জুন বাছাই ও ৩ জুলাই প্রত্যাহারের শেষ তারিখ। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ জুলাই।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সরল ইউনিয়নে ৬নং ওয়ার্ডে ইউপি সদস্য আনোয়ার সিকদার গত ১৮ এপ্রিল মৃত্যুবরণ করেন ও পুকুরিয়া ইউনিয়নে ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য নজির আহমদ ২৩ এপ্রিল মৃত্যুবরণ করেন। এই দুই ইউনিয়নে দুই ওয়ার্ডে সদস্য পদটি নির্বাচন অফিস শূন্য ঘোষণা করে। এই শূন্যপদ পূরণের জন্য নির্বাচন অফিস ভোটের তারিখ ঘোষণা করেছে। গতকাল রবিবার রির্টানিং অফিসারের কাছে মনোয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল। মনোনয়ন সংগ্রহকারী প্রার্থীরা হলেন সরল ৬নং ওয়ার্ডের নুর মোহাম্মদ, মোহাম্মদ ওসমান গণি, শামীমুল ইসলাম সিকদার, পুকুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাবিবুর রহমান, আবু তাহের চৌধুরী। বাঁশখালী উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফয়সাল আলম বলেন, সকলের সহযোগিতা নিয়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।
\দৈনিক পূর্বকোণ
0 মন্তব্যসমূহ