বিএন ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকায় আসামি গ্রেফতারে গিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে বাঁশখালীর গণ্ডামারার পশ্চিম বড়ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ, আনসারসহ আহত ৬ জনকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নুরেআলম মিনা বলেন, বাঁশখালীর ঘটনা সম্পর্কে থানার ওসি জানেন। তিনি সিনিয়র অফিসারদের বিষয়টি জানাননি। ওই ঘটনায় পাবলিক রিঅ্যাকশন যা হয়েছে তার দায়িত্ব ওসির। ঘটনার বিষয়ে জানতে বাঁশখালী থানার ওসি মো. সালাউদ্দীন হীরাকে বারবার মোবাইল ফোনে কল করলেও তিনি সংযোগ কেটে দেন।
এ বিষয়ে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মফিজ উদ্দিন বলেন, আসামি ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে স্থানীয়রা। এ ঘটনায় বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) শরীফ, এএসআই বিপ্লবসহ ৬ জন আহত হয়েছেন। পুলিশ জহির ও মইনু নামে দুইজনকে আটক করেছে। আনসার সদস্যরা পুলিশের কাজে সহযোগিতা করছিলেন বলে জানান এ পুলিশ কর্মকতা।
/ভোরেরডাক
0 মন্তব্যসমূহ