বি,এন ডেস্কঃ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ নাকচ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ নাকচ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে আউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
কেন্দ্র পরিদর্শনের সময় বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের অভিযোগ
নিয়ে কথা বলেন জাহাঙ্গীর আলম।
আউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি হাসান উদ্দিন সরকারের বাড়ির সামনেই অবস্থিত।
বিএনপির মেয়র প্রার্থীর অভিযোগ নাকচের পক্ষে যুক্তি দিতে গিয়ে জাহাঙ্গীর
আলম বলেন, ‘আমি আমার ২ হাজার ৭০০ এজেন্টের নাম বলতে পারব। কিন্তু বিএনপির
প্রার্থী তাঁর এজেন্টদের নাম বলতে পারবেন না।’
জাহাঙ্গীর আলমের ভাষ্য, ‘বিএনপির মেয়র প্রার্থী এজেন্ট দিতে অক্ষমতা
দেখিয়েছেন। এ দায় অন্যকে দিলে তো হবে না। তবে আমাকে অনুরোধ করলে আমি তাঁকে
এজেন্ট দিয়ে সাহায্য করতাম।’
গাজীপুর সিটি করপোরেশনে ভোট সুষ্ঠু হচ্ছে জানিয়ে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী।
গাজীপুর সিটি করপোরেশনের ভোট সুষ্ঠু হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ
করেছেন হাসান উদ্দিন সরকার। আজ সকালে গাজীপুরের কলেজ রোড টঙ্গী এলাকায়
বছিরউদ্দিন উদয়ন একাডেমি কেন্দ্রে ভোট দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের কাছে
নিজের সংশয়ের কথা জানান তিনি।
হাসান উদ্দিন সরকার অভিযোগ করে বলেন, বিভিন্ন কেন্দ্র থেকে তাঁর পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হচ্ছে।
সুত্রঃ প্রথম আলো
0 মন্তব্যসমূহ