ই-টোকেন প্রত্যাহার : ভারতীয় নতুন ভিসা কেন্দ্রের উদ্বোধন

বিএন ডেস্কঃ
ভারতীয় নতুন ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রাজধানীর যমুনা ফিউচার পার্কে আজ শনিবার সকালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং যৌথভাবে এই আবেদন কেন্দ্রের উদ্বোধন করেন। এটিই হবে ঢাকার একমাত্র ভিসা আবেদন কেন্দ্র।
এই কেন্দ্র উদ্বোধনের সঙ্গে সঙ্গে বিদ্যমান ই-টোকেন ব্যবস্থাও প্রত্যাহার হয়ে গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলাসহ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গতকাল শুক্রবার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এ আবেদন কেন্দ্র হবে সমন্বিত ও অত্যাধুনিক।
যমুনা ফিউচার পার্কে এই নতুন ভিসা আবেদন কেন্দ্রে ঢাকায় বিদ্যমান সব ভিসা আবেদন কেন্দ্র (মতিঝিল, উত্তরা, গুলশান ও মিরপুর রোড) প্রতিস্থাপিত হবে। মতিঝিল ও উত্তরায় অবস্থিত ভিসা আবেদন কেন্দ্র ১৫ জুলাই থেকে যমুনা ফিউচার পার্কে নতুন ভিসা আবেদন কেন্দ্রে প্রতিস্থাপিত হবে। বাকি দুটি ভিসা আবেদন কেন্দ্রও (গুলশান ও মিরপুর রোড) ৩১ আগস্টের মধ্যে নতুন ভিসা আবেদন কেন্দ্রে স্থানান্তরিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ