বিএন ডেস্কঃ
ফেনী শহরতলীর বিসিক শিল্পনগরী এলাকায় আজ সোমবার ভোরে র্যাবের সঙ্গে
কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছে। র্যাবের দাবি, নিহতরা মাদক
ব্যবসায়ী।
র্যাবের ভাষ্য মতে, রাতে বিসিক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
চেকপোস্ট বসিয়ে তল্লাসি চালায় র্যাব । রাত ৪টার দিকে মোটরসাইকেলে করে ওই
এলাকা দিয়ে যাচ্ছিল মামুন মোর্শেদ ও আল আমিন নামের দুই যুবক। র্যাব
সদস্যদের দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সন্দেহ হলে র্যাব সদস্যরা
ধাওয়া করে । যুবকরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে মামুন মোর্শেদ ও আল
আমিন নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও
মোটরসাইকেল তল্লাশি করে ২৪ হাজার ৭শ’পিস ইয়াবা পাওয়া যায়। নিহত মামুন
গাজীপুরের টঙ্গী থানার আবুল কালামের ছেলে ও আল আমিন রাজধাণীর উত্তরা এলাকার
ইউসুফ আলীর ছেলে বলে জানা গেছে।
র্যাব-৭ এর অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম নয়াদিগন্ত কে জানান, নিহতদের
লাশ উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের
পর নিহতদের স্বজনদের ডেকে লাশ হস্তান্তর করা হবে।
0 মন্তব্যসমূহ