বিএন ডেস্কঃ
বঙ্গবন্ধুর হত্যাকারীদের প্রশংসা করে এবং বঙ্গবন্ধুকে কটূক্তি করে
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়ার অভিযোগে ফুয়াদ জামান (৪৩) নামে
একজনকে গ্রেফতার করেছে সিটিটিসি’র সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।
তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি লে. কর্নেল (অব.)
সুলতান শাহরিয়ার রশিদ খানের জামাতা।
বুধবার রাত ১০টায় রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে মোবাইলসহ ফেসবুক আইডি ও গ্রুপসমূহ এবং মোবাইল ফোন জব্দ করা হয়।
জানা যায়, ফুয়াদ জামানের স্ত্রী শেহনাজ রশিদ খান বঙ্গবন্ধু হত্যা মামলায়
মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি লে. কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশিদ খানের
মেয়ে । ফুয়াদ তার ব্যবহৃত ফেসবুক আইডি Fuad Zaman-তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে কটূক্তি করেন। গত ১৫ আগস্ট সকাল ৭টা ১৭
মিনিটে বঙ্গবন্ধুর খুনিদের অপরাধের পক্ষে খুনিদের প্রশংসা করে ও তাদের
আত্মার মাগফেরাত কামনা করে ফেসবুকে পোস্ট দেন তিনি। পোস্টে বঙ্গবন্ধুর
হত্যাকে ‘ভালো কাজ’ বলে আখ্যায়িত করেন।
গ্রেফতারকৃত ফুয়াদকে ধানমন্ডি থানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের এক
মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে
আদালতে পাঠানো হয়েছে।
আরো পড়ুন :
বঙ্গবন্ধু হত্যার পরিকল্পকদের চিহ্নিত করতে কমিশন
সংসদ প্রতিবেদক
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীর সব দেশের রাজধানী শহরেই যানজটের সমস্যা রয়েছে। যানজট সমস্যা সমাধান ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে সরকারের ঢাকা শহরের চার দিকে রিং রোড করার পরিকল্পনা রয়েছে। এ রিং রোড এলিভেটেড করা হবে। একই সাথে সরকার রাজধানী ঢাকার যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে এলিভেটেড এক্সপ্রেস সড়ক নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করেছে। এই পরিকল্পনা বাস্তবায়নে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পসহ পাঁচটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনাকারীকের চিহ্নিত করতে কমিশন গঠন করা হবে। গতকাল বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য জানান।
বঙ্গবন্ধু হত্যার পরিকল্পকদের চিহ্নিত করতে কমিশন
সংসদ প্রতিবেদক
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীর সব দেশের রাজধানী শহরেই যানজটের সমস্যা রয়েছে। যানজট সমস্যা সমাধান ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে সরকারের ঢাকা শহরের চার দিকে রিং রোড করার পরিকল্পনা রয়েছে। এ রিং রোড এলিভেটেড করা হবে। একই সাথে সরকার রাজধানী ঢাকার যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে এলিভেটেড এক্সপ্রেস সড়ক নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করেছে। এই পরিকল্পনা বাস্তবায়নে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পসহ পাঁচটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনাকারীকের চিহ্নিত করতে কমিশন গঠন করা হবে। গতকাল বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য জানান।
মো: আবদুল্লাহর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ পরপর
দুইবার সরকার গঠনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার
পূর্বের ষড়যন্ত্রের ব্যাপারে অনেক তথ্য প্রকাশ পেয়েছে। এতে দেখা যায়,
পরোভাবে দেশী ও বিদেশী কিছু লোক ও সংস্থা বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রে লিপ্ত
ছিল। এ জন্য জাতির পিতাকে হত্যার অন্য পরিকল্পনাকারীদের চিহ্নিত করার জন্য
কমিশন গঠনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। বঙ্গবন্ধু হত্যার
পলাতক খুনিদের ফিরিয়ে আনার বিষয়টি সরকারের প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে
সংসদ নেতা বলেন, বঙ্গবন্ধুর যেসব খুনি বিভিন্ন দেশে পালিয়ে আছে এবং আশ্রয়
গ্রহণ করেছে, তাদেরকে দেশে ফিরিয়ে আনার সব রকমের প্রচেষ্টা অব্যাহত আছে। এ
বিষয়ে আন্তঃমন্ত্রণালয় কমিটি সম্মিলিতভাবে কাজ করছে।
জাতীয় পার্টির সদস্য বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরীর এক প্রশ্নের জবাবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পৃথিবীর সব দেশের রাজধানী শহরেই যানজটের
সমস্যা রয়েছে। যানজট সমস্যা সমাধান ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার
বিভিন্ন পরিকল্পনা, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে।
ঢাকা-১১ সংসদীয় আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ঢাকার বিভিন্ন
স্থানে পরিকল্পিতভাবে ল্যান্ডিংয়ের ব্যবস্থা থাকবে। স্থাপিত এলিভেটরগুলোর
সাথে প্রয়োজনে সংযোগ দেয়া হবে। বুড়িগঙ্গা, শীতল্যা, বালু, তুরাগ নদীতে নৌপথ
এবং এরই পাড় ধরে ভবিষ্যতে রিং রোড করে দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। সংসদে
পাঁচটি প্রকল্পের তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প। প্রধানমন্ত্রী বলেন, এটি হজরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী,
তেজগাঁও, সোনারগাঁও হোটেল, পলাশী, মগবাজার, কমলাপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের কুতুবখালী পর্যন্ত র্যাম্পসহ ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা
এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প :
সংসদ নেতা বলেন, এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবদুল্লাহপুর, আশুলিয়া হয়ে সাভার ইপিজেড পর্যন্ত ২৪ কিলোমিটার দীর্ঘ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রকল্প।
সংসদ নেতা বলেন, এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবদুল্লাহপুর, আশুলিয়া হয়ে সাভার ইপিজেড পর্যন্ত ২৪ কিলোমিটার দীর্ঘ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রকল্প।
ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প :
প্রধানমন্ত্রী বলেন, এটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বালিয়াপুর থেকে নিমতলী-কেরানীগঞ্জ-ফতুল্লা-বন্দর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ পর্যন্ত হবে এই এক্সপ্রেসওয়ে।
প্রধানমন্ত্রী বলেন, এটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বালিয়াপুর থেকে নিমতলী-কেরানীগঞ্জ-ফতুল্লা-বন্দর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ পর্যন্ত হবে এই এক্সপ্রেসওয়ে।
ঢাকা ইস্টওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প :
এই প্রকল্পটি জি-টু-টি পদ্ধতিতে অর্থায়নসহ নির্মাণে মালয়েশিয়া সরকার প্রস্তাব দিয়েছে বলে তিনি জানান।
এই প্রকল্পটি জি-টু-টি পদ্ধতিতে অর্থায়নসহ নির্মাণে মালয়েশিয়া সরকার প্রস্তাব দিয়েছে বলে তিনি জানান।
বঙ্গবন্ধু : যে রকম দেখেছি
সৈয়দ আলী আহসান, ১৪ আগস্ট ২০১৮
মুক্তিযুদ্ধের অবসানের পর সাথে সাথেই আমি ঢাকায় ফিরতে পারিনি, কয়েক দিন বিলম্ব ঘটেছিল। কলকাতায় থাকতেই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের খবর পেয়েছিলাম। কলকাতার কাগজগুলোতে এ খবরটি খুব বড় বড় হরফে প্রকাশ পেয়েছিল। আমার দুঃখ লেগেছিল এই ভেবে যে, এই বিপুল আনন্দের মুহূর্তে আমি ঢাকায় থাকতে পারলাম না।
সৈয়দ আলী আহসান, ১৪ আগস্ট ২০১৮
মুক্তিযুদ্ধের অবসানের পর সাথে সাথেই আমি ঢাকায় ফিরতে পারিনি, কয়েক দিন বিলম্ব ঘটেছিল। কলকাতায় থাকতেই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের খবর পেয়েছিলাম। কলকাতার কাগজগুলোতে এ খবরটি খুব বড় বড় হরফে প্রকাশ পেয়েছিল। আমার দুঃখ লেগেছিল এই ভেবে যে, এই বিপুল আনন্দের মুহূর্তে আমি ঢাকায় থাকতে পারলাম না।
আমি আমার স্ত্রীকে নিয়ে কলকাতা থেকে ঢাকায় ফিরেছিলাম বৃহস্পতিবার, ১৩
জানুয়ারি ১৯৭২। তেজগাঁও বিমানবন্দরে আত্মীয় পরিজন অনেকেই এসেছিলেন, সবারই
চোখ ছিল অশ্রুসিক্ত। দেশ যে স্বাধীন হবে এত শিগগির এবং আমি যে ফিরে আসতে
পারব, এটা অনেকেই ধারণা করতে পারেননি। বিমানবন্দরে নেমে বাংলাদেশের মাটিতে
যখন নিঃশ্বাস নিলাম, তখন বাতাসে যেন একপ্রকার ভেজা গন্ধ ছিল। আমার মনে
হয়েছিল, এই ভেজা অনুভ‚তিটা আমার প্রতি দেশমাতৃকার প্রথম সম্ভাষণ। ঢাকায়
এসেই দিন দুয়েক পর খবর পেলাম, বাংলাদেশের সব ক’টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি
নিযুক্ত হয়েছেন। কলকাতায় থাকতেই শুনেছিলাম, আমাকে চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিযুক্ত করা হবে, কিন্তু তা হয়নি। ড. ইন্নাস আলীকে
চট্টগ্রামে ভিসি নিযুক্ত করা হলো।
শিক্ষামন্ত্রী ইউসুফ আলীর সাথে ১৭ জানুয়ারি আমার সাক্ষাৎ হলো। সে একসময়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র ছিল। সে খুব শান্ত এবং ধীর প্রকৃতির মানুষ।
আমাকে দেখে সে যেন অপরাধবোধে পীড়িত হতে লাগল। কেমন একটু বিব্রতভাবে আমাকে
বলল, ‘স্যার, আপনাকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি পদের জন্য
প্রস্তাব করতে চেয়েছিলাম, কিন্তু তা করতে পারিনি। ড. মল্লিক বর্তমানে
শিক্ষাসচিব। আপনার মতো তিনিও আমার শিক্ষক, তিনি এ নিযুক্তিটা হতে দেননি।
তবে জাহাঙ্গীরনগরে নতুন ভিসি নেয়া হবে বলে কথা হচ্ছে। ড. মল্লিক এ ক্ষেত্রে
ফজলুল হালিম চৌধুরীর নাম প্রস্তাব করবেন বলে ভাবছেন। আপনি যদি বঙ্গবন্ধুর
সাথে এ ব্যাপারে কথা বলেন, তাহলে ভালো হবে।’
আমি ২০ জানুয়ারি সকাল ৯টা ১৫ মিনিটে বঙ্গবন্ধুর সাথে দেখা করলাম। আমার
সাথে ছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ডা. আবুল কাসেম। কক্ষের মধ্যে প্রবেশ
করতেই বঙ্গবন্ধু আমার হাত ধরে সোফায় বসালেন এবং সাথে সাথেই অত্যন্ত
অন্তরঙ্গ আত্মীয়ের মতো বললেন, ‘আপনি দেশের বাইরে থেকে দেশের জন্য অনেক
করেছেন। আমি শুনেছি, বাংলাদেশের স্বাধীনতার জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন।
আমি আপনার জন্য কী করতে পারি, বলুন?’ এ কথা বলেই হঠাৎ আমার দিকে কিছুক্ষণ
তীক্ষ্ণ দৃষ্টি রেখে হাসি মুখে বললেন, ‘আপনার মনে নেই, আমরা একসময়
ডেমোক্র্যাটিক লীগ করতাম?’ আমি জীবনে এই প্রথম ডেমোক্র্যাটিক লীগের নাম
শুনলাম।
আমি কী একটা উত্তর দিতে যাব, এমন সময় ডা. আবুল কাসেম আমার ডান কানে মুখ
রেখে বললেন, ‘চুপ করে থাকুন। যা বলছেন মেনে নিন।’ আমি এর রহস্যটি কিছু
বুঝলাম না, কিন্তু কিছু বললাম না। বঙ্গবন্ধু কোথায় আমার নিযুক্তি দেয়া
যাবে, সে কথাটি তুললেন। আমি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বললাম।
তিনি বললেন, ‘ঠিক আছে হইয়া যাইব। আপনি মলিøককে আমার কথা বলেন।’
ওখান থেকে বেরোনোর পর কাসেম সাহেবকে ডেমোক্র্যাটিক লীগের রহস্যটা
জিজ্ঞেস করলাম। তিনি হেসে বললেন, ‘আরে ভাই, আপনাকে একটা বড় পোস্ট দেবেন, আর
আপনি তাঁর নিজের লোক হবেন না, এটা তো হতে পারে না। তাই তিনি আপনাকে তার এক
সময়ের নিজের কর্মী বানিয়ে নিলেন। এটা তো ভালোই হলো।’ আমি কৌতুক বোধ করলাম
এবং হাসলাম।
কয়েক দিন পর আমি নিয়োগপত্র পেলাম এবং বুধবার, ২ ফেব্রæয়ারি জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যোগ দিলাম। যোগ দেয়ার কয়েক দিন আগে
টেলিভিশনের তৎকালীন মহাপরিচালক জামিল চৌধুরী আমাকে দিয়ে কয়েকটি উলেøখযোগ্য
কথা রেকর্ড করিয়ে নিল। এগুলো ছিল জীবনযাপনের ন্যায়নীতিসংক্রান্ত কথা। সে
আমাকে জানাল, যেহেতু বাংলাদেশ এখন ধর্মনিরপেক্ষ দেশ, সুতরাং
রেডিও-টেলিভিশনের অনুষ্ঠানের শুরুতে কোনো ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হবে না,
তার পরিবর্তে কিছু আদর্শগত বাণী পাঠ করা হবে। এই বাণী বোধ হয় এক দিন কী দুই
দিন টেলিভিশন থেকে পাঠ করা হয়েছিল। বঙ্গবন্ধু এ বাণী শুনে ভয়ানক রুষ্ট হয়ে
জামিল চৌধুরীকে ডেকে পাঠান।
সেখানে এম আর আখতার মুকুল এবং আরো কয়েকজন ছিলেন। সম্ভবত আওয়ামী লীগের
নেতা টাঙ্গাইলের আবদুল মান্নান সেখানে ছিলেন। বঙ্গবন্ধু জামিল চৌধুরীকে
লক্ষ করে প্রশ্ন করলেন, ‘একজন মুসলমানের বাড়িতে সকাল বেলা কিসের শব্দ শোনা
যায়, গানের না হরিবোলের?’ সবাই তখন তটস্থ হয়ে গেছে। তিনি তখন নিজেই উত্তর
দিলেন, ‘মুসলমানের ঘরে কুরআন শরিফের আওয়াজ শোনা যায়। আজ থেকেই
রেডিও-টেলিভিশনে অনুষ্ঠানের শুরুতেই আমি কুরআন শরিফের আওয়াজ শুনতে চাই।’
তিনি অবশ্য অবিকল এ ভাষায় বলেননি। তার একটা দেশজ ভঙ্গি ছিল, সেটা সবাই
জানেন। তার বলার ভঙ্গিতে একটা স্বাভাবিক বলিষ্ঠ প্রত্যয় ধরা পড়ত।
এর মধ্যে একদিন চানখাঁরপুলের আওয়ামী লীগের যুবকর্মীরা আমাকে সাথে নিয়ে
বঙ্গবন্ধুর কাছে গেল। তাদের আবেদন, তিনি যে সুস্থভাবে পাকি¯Íান থেকে ফিরে
এসেছেন, সেজন্য তারা একটি উৎসব করবে। উৎসবের জন্য কিছু টাকা প্রয়োজন। তিনি
তাদেরকে বললেন, ‘পাবি, টাকা আমি দেব, তবে কী করবি?’ ওরা সমস্বরে বলল, ‘আমরা
বাজি পোড়াব, গানবাজনা করব।’ তিনি তার ক্রোধের অনবদ্য ভঙ্গিতে জিজ্ঞাসা
করলেন, ‘ঐ, মুসলমানরা খুশি হইলে বাজি পোড়ায়, না মিলাদ পড়ায়? যা, মিলাদের
ব্যবস্থা কর। আর সৈয়দ সাহেবকে দিয়া মিলাদ পড়াইয়া দে।’ আমি প্রতিবাদ করে
উঠলাম, ‘আমি মিলাদ পড়াতে জানি না।’ তিনি একটি ছদ্ম রাগ দেখিয়ে আমাকে বললেন,
‘মিথ্যা কথা কন ক্যান, আপনি পড়াইবেন, যান।’ যাই হোক, মিলাদের অনুষ্ঠান
হয়েছিল এবং সেজন্য মৌলভী সাহেব আনা হয়েছিল। মিলাদের পর তেহারি খাওয়া হয়েছিল
এবং একেবারে শেষে কিছু বাজিও পোড়ানো হয়েছিল।
এই সময় ঢাকা শহরে বুদ্ধিজীবী মহল থেকে মাদরাসা শিক্ষার বিরুদ্ধে কয়েকটি
বিবৃতি কাগজে বের করা হয়। আমি নিজে মাদরাসা শিক্ষার বিরুদ্ধে ছিলাম না,
কিন্তু আমি মাদরাসা শিক্ষার সংশোধন চেয়েছিলাম। কিছুটা চাপে পড়ে আমিও এরকম
একটি বিবৃতিতে স্বাক্ষর করেছিলাম। কাগজে আমার নাম দেখে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ ইসহাক আমার সাথে দেখা
করেন এবং দুঃখ করে বলেন, আমার এ বিবৃতিতে সই করা উচিত হয়নি। আমি আমার
ত্রæটি বুঝতে পারি এবং কী করে ওটা দূর করা যায়, তা চিন্তা করতে থাকি।
শিক্ষা মন্ত্রী ইউসুফ আলীর সাথে দেখা করলে সে আমাকে জানায়, ড. মল্লিক
মাদরাসার জন্য সরকারি অনুদান বন্ধ করে দেয়ার একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর
কাছে দিচ্ছেন।
ইউসুফ আমাকে জানাল যে, বঙ্গবন্ধু যাতে এ ফাইল অনুমোদন না করেন সে
ব্যবস্থা সে করবে। বঙ্গবন্ধু ফাইলের ওপরে লিখেছিলেন, ‘মাদরাসা শিক্ষার জন্য
যে বরাদ্দ এত দিন ছিল সেটাই থাকবে। তবে ভবিষ্যতে এ বরাদ্দ বাড়ানো যায় কি
না এবং কতটা বাড়ানো যায় তা পরীক্ষা করে দেখতে হবে।’ ইউসুফ পরে আমাকে
জানিয়েছিল, ‘বঙ্গবন্ধু এ দেশের মানুষকে জানেন এবং এ দেশের মানুষ যে মাদরাসা
শিক্ষার পক্ষে তাও তিনি জানেন। সুতরাং ধর্মনিরপেক্ষতার নামে তিনি মাদরাসা
শিক্ষা বন্ধ করবেন, এটা কল্পনাই করা যায় না।’ এর কিছু দিন পর ড. ইসহাক
আলিয়া মাদরাসার কয়েকজন আলেমকে সাথে নিয়ে আমার সাথে দেখা করেন। তিনি আমাকে
জানান যে, আলিয়া মাদরাসার একটি বার্ষিক অনুষ্ঠান করার পরিকল্পনা তারা
নিচ্ছেন। সেখানে তারা বঙ্গবন্ধুকে প্রধান অতিথি হিসেবে আনতে চান। কিন্তু
তিনি কি আসবেন? আমি হেসে বললাম, ‘আমার যতটা ধারণা, তিনি অবশ্যই আসবেন,
আপনারা শিক্ষা মন্ত্রী ইউসুফকে নিয়ে তার সাথে দেখা করুন।’
আলিয়া মাদরাসার অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণটি একটি অনন্যসাধারণ ভাষণ বলে
আমার মনে হয়েছিল। তিনি তার ভাষণের একপর্যায়ে বলেছিলেন, ‘আমাদের দেশে
পাকিস্তান আমলে ইসলামবিরোধী বহু কাজ হয়েছে। রেসের নামে জুয়াখেলা
রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ছিল, আপনারা আলেম সমাজ কোনো দিন এর প্রতিবাদ করেননি।
ঢাকা শহরের বিভিন্ন জায়গায় পুলিশের সাহায্যে প্রকাশ্যে জুয়াখেলা চলত,
এগুলো বন্ধ করার কোনো আন্দোলন আপনারা করেননি। কিন্তু ইসলামি রাষ্ট্র কায়েম
করার কথা বারবার বলেছেন। ইসলামি রাষ্ট্র ব্যবস্থাপনায় জুয়া এবং মদকে যে
হারাম ঘোষণা করতে হয়, সেটা আপনারা জানতেন, কিন্তু আপনারা এগুলোর বিরুদ্ধে
কিছু বলেননি। আমি ক্ষমতায় এসে প্রথমেই ঘোড়দৌড় বন্ধ করে দিয়েছি, পুলিশকে
তৎপর হতে বলেছি শহরের আনাচে কানাচে জুয়াড়িদের আড্ডা ভেঙে দিতে। আমি
ধর্মনিরপেক্ষতার কথা বলি, কিন্তু ধর্মনিরপেক্ষতা ধর্মবিরোধিতা নয়। আমি
মুসলমান, আমি ইসলামকে ভালোবাসি। আপনারা আমাকে সাহায্য করুন, দেখবেন, এ দেশে
ইসলামবিরোধী কর্মকাণ্ড কখনোই হবে না।’
তিনি দীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন। আমি স্মৃতি থেকে তার কিছুটা অংশ উদ্ধৃত
করলামমাত্র। এ বক্তৃতাটি কোথাও লিখিতভাবে আছে কি না, এ সন্ধান আমি করেছি,
কিন্তু কোথাও কিছু পাইনি। আলিয়া মাদরাসার ফাইলের কোথাও এর কোনো উলেøখ নেই।
সেদিনকার বক্তৃতায় শেখ মুজিবুর রহমান ইসলামের সপক্ষের এক প্রধান ব্যক্তিত্ব
হিসেবে প্রকাশ পেয়েছিলেন, এ কথা আমি দ্বিধাহীনচিত্তে বলব।
0 মন্তব্যসমূহ