বাঁশখালীতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারে গ্রেপ্তার ১


বিএন ডেস্কঃ বাঁশখালী উপজেলায় কাথারিয়া ইউনিয়নে পূর্ব কাথারিয়া গ্রামে মো. ফরিদ আহমদ নামে এক ব্যক্তি অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করায় মামলা দায়েরের পর গত মঙ্গলবার রাতে প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার পুলিশ অবৈধভাবে বিদ্যুৎ গ্রহণকারীকে জেলহাজতে প্রেরণ করেছে।
পুলিশ ও বিদ্যুৎ অফিস কর্তৃক জানা যায়, ৯ নং ওয়ার্ডের পূর্ব কাথারিয়া গ্রামের মো. ইসমাইলের ছেলে মো. ফরিদ আহমদ (৫০) পল্লী বিদ্যুতের তার থেকে দীর্ঘদিন ধরে অবৈধ সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। বাঁশখালী পল্লী বিদ্যুতের কর্মকর্তারা তদন্তে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মামলা দায়ের করেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারী মো. ফরিদ আহমদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় আদালত থেকে আসামি ফরিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়। গত মঙ্গলবার রাতে বাঁশখালী থানার একদল পুলিশ অভিযান চালিয়ে ফরিদ আহমদকে গ্রেপ্তার করে। পল্লী বিদ্যুৎ সমিতি-১ বাঁশখালীর (ডিজিএম) নাইমুল হাসান বলেন, কাথারিয়ায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ গ্রহণ করে মো. ফরিদ বিশাল অংকের টাকা ফাঁকি দিয়েছে। তার বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ ঢাকায় মামলা দায়েরের পর আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
/পূর্বকোণ!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ