মোঃ সাদিকউর রহমান শাহ্ (স্কলারঃ
নীলফামারীতে স্ত্রী মালতি রানী রায় (২০) হত্যা মামলায় স্বামী কৃষ্ণ পদ রায়’র (৩৫) ফাঁসির (মৃত্যুদণ্ড) আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক পরেশ কুমার শর্মা এই রায় প্রদান করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত কৃষ্ণ নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম গুড়গুড়ি গ্রামের কামিনী কান্ত রায়ের ছেলে। মামলা সূত্র জানায়, ২০০৮ সালের ২৪ মে রাতে যৌতুকের ৫০ হাজার টাকার দাবিতে স্ত্রী মালতিকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় মালতির বাবা হরলাল চন্দ্র রায় বাদী হয়ে জামাতা সহ চার জনকে আসামী করে পরদিন নীলফামারী থানায় মামলা করেন। মামলার আসামীরা হলের মালতির শ্বশুড় কামিনী, শ্বাশুড়ি ফেলানী রানী ও চাচা শ্বশুড় জামিনী কান্ত রায়। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জ শীট (অভিযোগ পত্র) দাখিল করলে উভয় পক্ষের শুনানী শেষে বুধবার বিকেলে স্বামীর মৃত্যুদণ্ড এবং অন্য তিন আসামীদের বেকসুর খালাশ প্রদান করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন আলিম উদ্দিন বসুনিয়া ও আবু সোয়েম এবং রাষ্ট্রপক্ষে ছিলেন রামেন্দ্র বর্ধণ বাপ্পী। নারী ও শিশু নির্যাতন বিশেষ আদালতের কৌশুলী রামেন্দ্র বর্ধন বাপ্পী জানান, হত্যার এক বছর আগে তাদের বিয়ে হয়। তিনি জানান, মৃত্যুদণ্ড ছাড়াও আসামীর পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত। নীলফামারীতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড।
0 মন্তব্যসমূহ