ফেনী সদর প্রতিনিধিঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহবান জানিয়েছেনন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। ব্যক্তি হিসেবে নয় বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতীককে প্রাধান্য দিয়ে সকলে ভোট দেবেন। কেননা প্রধানমন্ত্রী যাকেই মনোনয়ন দেন তাকেই পাস করাতে হবে। ফেনীতে হিন্দু সম্প্রদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পছন্দ করে। বঙ্গবন্ধুকে ভালোবেসে নৌকায় সমর্থন দিয়ে আসছে দীর্ঘদিন ধরে। সেই ধারাবাহিকতা ফেনীর হিন্দু সম্প্রদায় এবারের নির্বাচনেও বজায় রাখবে।
রবিবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট দিলীপ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান। সাধারণ সম্পাদক রসিক শেখর ভৌমিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং, জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তপন কান্তি দাশ, ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য, ফেনী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি চন্দন দাস, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদব মোসাদ্দেক আলী। আলোচনা শেষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
0 মন্তব্যসমূহ