মোহাম্মদ এরশাদঃ গতকাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ
ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ের খেলা উদ্বোধন। শুরু হওয়া খেলায়
পাঁচলাইশ ও ডবলমুরিং থানা জয়লাভ করেছে। বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ২টি
খেলার মধ্যে সকালে পাঁচলাইশ থানা ৭-০ গোলের বড় ব্যবধানে চান্দগাঁও থানাকে
এবং বিকেলের খেলায় বন্দর থানা ৩-০ গোলে ডবলমুরিং থানাকে হারিয়েছে। ২টি
খেলার উল্লেখযোগ্য দিক ছিল পাঁচলাইশ থানা’র শাখাওয়াতের হ্যাটটিক।
অন্যান্যের মধ্যে তৌহিদ ২টি এবং সাকিব ও তারেক ১টি করে গোল করেন। অন্য
খেলায় বন্দর থানার হয়ে রাহি, নয়ন ও সাকিব খান ১টি করে গোল করেন। এ জয়ের ফলে
দু-দলই সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। সকাল ১০টায় প্রথম
সেমিফাইনালে পাঁচলাইশ থানা ও পাহাড়তলী থানা এবং কাল একই সময়ে সকাল ১০টায়
দ্বিতীয় সেমিফাইনালে ডবলমুরিং থানা ও কোতোয়ালী থানা মুখোমুখি হবে। গতকাল
বিকেলে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর জুলফিকার আজিজ। সংক্ষিপ্ত
বক্তব্যে তিনি, জাতির পিতার নামে এ টুর্নামেন্টের জন্য বন্দর স্টেডিয়ামকে
বেঁছে নেয়ার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং সার্বিক
সহযোগিতার আশ্বাস দেন। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.
হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বন্দর
কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) সাদেকা বেগম, সদস্য (অর্থ) কামরুল আমিন,
সচিব ওমর ফারুক, বন্দও স্পোর্টস কমপ্লেক্সের পরিচালক গোলাম মর্তুজা,
উপ-পরিচালক ডা. সরোয়ার আহমেদ, বন্দর সিবিএ সভাপতি মনসুর আহমেদ ও সাধারণ
সম্পাদক রফিউদ্দিন খান, সিজেকেএস যুগ্ম সম্পাদক-আমিনুল ইসলাম, সিজেকেএস
ফুটবল সম্পাদক- মো. ইউসুফ, সিডিএফ সহ-সভাপতি এস.এম শহীদুল ইসলাম এবং
টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মনোরঞ্জন দেসহ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও
সিজেকেএস সংশ্লিস্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- হোম
- বাঁশখালী
- _পুকুরিয়া
- _সাধনপুর
- _খানখানাবাদ
- _বাহারছড়া
- _কালীপুর
- _বৈলছড়ি
- _কাথরিয়া
- _সরল
- _জলদী
- _গণ্ডামারা
- _শীলকূপ
- _চাম্বল
- _পুঁইছড়ি
- _ছনুয়া
- _শেখেরখীল
- কক্সবাজার
- _রামু
- _ঈদগাঁও
- _চকরিয়া
- _পেকুয়া
- _উখিয়া
- _টেকনাফ
- _কুতুবদিয়া
- _মহেশখালী
- চট্টগ্রাম
- _আনোয়ারা
- _বাঁশখালী
- _সাতকানিয়া
- _লোহাগাড়া
- _চন্দনাইশ
- _পটিয়া
- _কর্ণফুলী
- _সীতাকুন্ড
- _মীরসরাই
- _সন্দ্বীপ
- _বোয়ালখালী
- _হাটহাজারী
- _রাঙ্গুনিয়া
- _রাউজান
- _ফটিকছড়ি
- চট্টগ্রাম মহানগর
- _চান্দগাঁও
- _বন্দর
- _ডবলমুরিং
- _কোতোয়ালী
- _পাহাড়তলী
- _পাঁচলাইশ
- _বায়েজিদ বোস্তামী
- _পতেঙ্গা
- _হালিশহর
- _খুলশী
- _বাকলিয়া
- _কর্ণফুলি
- _চকবাজার
- _আকবর শাহ
- _সদরঘাট
- _ইপিজেড
- বাংলাদেশ
- _ঢাকা
- _চট্টগ্রাম
- _রাজশাহী
- _খুলনা
- _সিলেট
- _বরিশাল
- _রংপুর
- _ময়মনসিংহ
- জাতীয়
- রাজনীতি
- অর্থনীতি
- খেলাধুলা
- _ক্রিকেট
- _ফুটবল
- বিনোদন
- অন্যান্য
0 মন্তব্যসমূহ