বাঁশখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে পুঁইছড়ি ও কালীপুর



মোহাম্মদ এরশাদঃ বাঁশখালী প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনূর্ধ্ব–১৭ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের শেষ দিনের দুটি খেলা ১০ সেপ্টেম্বর বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় কালীপুর ইউনিয়ন পরিষদ বনাম সাধনপুর ইউনিয়ন পরিষদ এর মধ্যে অনুষ্ঠিত হয়। এতে কালীপুর ইউনিয়ন পরিষদ ট্রাইবেকারে ৩- ১ গোলে জয় লাভ করে। দিনের দ্বিতীয় খেলা পুঁইছড়ি ইউনিয়ন পরিষদ বনাম পুকুরিয়া ইউনিয়ন পরিষদ এর মধ্যে অনুষ্ঠিত হয়। এ খেলাইয় পুঁইছড়ি ইউনিয়ন পরিষদ ৬-০ গোলে জয় লাভ করে। দুটি খেলা শেষে কালীপুর ইউনিয়ন পরিষদ এর গোল কিফার জিদান এবং পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের রামেশকে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করা হয়। উক্ত খেলায় উপজেলা নির্বাহী অফিসার গোফনিয় সহকারী নুরুল হুদার সভাপতিত্বে ও মোঃ আজগর হোসাইনের পরিচালনাই এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৫ নং কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদাত আলম, ২নং সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, ১নং পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসহাব উদ্দিন, পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের ভার প্রাপ্ত চেয়ারম্যান তানজিম, বাঁশখালী আর্দশ ইচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত সেন বডুয়া, এত আরো উপস্থিত ৫নং কালীপুর ইউনিয়ন পরিষদের ৩, ৭, ৮, ৯ নং ওয়ার্ড়ের ইউপি সদস্য আবুল কালাম, নুরুল মোস্তফা, নুরুল ইসলাম, সান্দ, ১নং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ৩, ৫, ৭, ৯, ওয়ার্ড়ে সিরাজ, কামরুল ইসলাম, হাবিবুর রহমান মোঃ ফারুক, পুঁইছড়ি ইউনিয় পরিষদের মহিলা মেম্বার রাশেদা বেগম,দৈনিক আজাদী বাঁশখালী প্রতিনিধিঃ সাংবাদিক কল্যান বডুয়া,বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও প্রধান কোর্চ ও সাংবাদিক মোঃ এরশাদ,, মোঃ কালু, সাবেক ইউপি সদস্য সফিকুর রহমান, সাবেক যুগ্ন-আহবায়াক চট্রগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ফরহাদুল আলম, মোঃ রাকিবুল আলম, মোঃ নোমান, সৌরভ, রিপন ভট্রাচার্ষ্য, মোঃ আলাউদ্দীন, মোঃ রাশেদ । খেলা পরিচালনা করেন মাইদুল ইসলাম, দিপাশ মোরশেদী, তসলিম উদ্দিন, মোঃ আরিফ, এমরান হোসেন, মোঃ তারেখ। উল্লেখ্য বাঁশখালীর ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে ১৫টি দল নিয়ে এ খেলা অনুষ্ঠিত হয়। আগামী ১৫ সেপ্টেন্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ