মোঃ সাদিকউর রহমান শাহ্ (স্কলার)ঃ
নাশকতা পরিকল্পনায় গোপন বৈঠক চলাকালিন নীলফামারী সদর ও ডিমলা উপজেলায় পৃথক অভিযানে ৯ মহিলা জামায়াত কর্মীসহ ৪৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকালে জেলা সদরের রামনগর ইউনিয়নের চাঁদেরহাট ডিগ্রি কলেজে দ্বিতল ভবন হতে ৩৪ জন ও বৃহস্পতিবার রাতে ডিমলা উপজেলা সদর ইউনিয়নের কুমারপাড়া গ্রামে এক মাদ্রাসা শিক্ষকের বাড়ি হতে ৯ মহিলা জামায়াতের কর্মীকে আটক করা হয়। নীলফামারী সদর থানার ওসি মমিনুল ইসলাম জানান, শুক্রবার জুম্মার নামাজের পর রামনগর ইউনিয়নের চাঁদেরহাট ডিগ্রি কলেজের দ্বিতল ভবনের একটি ক্লাশ রুমে মর্ডান হারবাল ফুড লিমিটেডের কর্মী বৈঠকের নামে জামায়াত শিবিরের গোপন বৈঠক চলছিল। সেখানে অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে নীলফামারী জেলা জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারী বর্তমানে রোকন এবং চাঁদেরহাট ডিগ্রি কলেজের প্রভাষক আবু হেলাল (৫৫) ও তার ছেলে শিবির কর্মী জাকারিয়া (২৮) এবং রামনগর ইউনিয়ন জামায়াতের আমির কামরুজ্জামান রয়েছে। ওসি জানান, বাকী আটক কৃতরা জেলার বিভিন্ন এলাকার জামায়াত শিবির কর্মী। অপর দিকে ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ জানান, সদর ইউনিয়নের কুমারপাড়া গ্রামের ডিমলা নিজপাড়া ফাজিল মাদ্রাসার শিক্ষক আবু তালেবের বাড়িতে মহিলা জামায়াতের একটি দল বৃহস্পতিবার রাতে গোপন বৈঠক করছিল। এ সময় সেখানে অভিযান চালিয়ে ৯ জন মহিলা জামায়াত কর্মীকে আটক করা হয়। এরা হলো ওই এলাকার মৃত ইয়াফিল আলীর স্ত্রী সফুরা বেগম (৬০), মৃত আজগর আলীর স্ত্রী সহিদা বেগম (৬০), নাছির উদ্দিনের স্ত্রী শেফালী বেগম (৪২), মশিউর রহমানের স্ত্রী হাজেরা খাতুন (৬০), মৃত আব্দুল আজিজের স্ত্রীর নুরন্নাহার বেগম (৫৭), আতাউর রহমান বাবুর স্ত্রী নাজমুন নাহার (৩২), মমিনুর রহমানের স্ত্রী লাইলী বেগম (৩৬), রাশেদুল ইসলামের স্ত্রী রুমী বেগম (৪৬) ও মোসলেম উদ্দিনের স্ত্রী তহমিনা (৪৫)। ওসি আরো জানান, তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে শুক্রবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
0 মন্তব্যসমূহ