শুরু হয়েছে চট্টগ্রাম ভেনুতে যুব অনুর্ধ ১৯ এশিয়া কাপ ক্রিকেট

মোহাম্মদ এরশাদঃ আজ চট্টগ্রামের জহুর আহম্মেদ ও এম,এ,আজিজ স্টেডিয়ামে। শুরু হয়েছ অনুর্ধধ ১৯ এশিয়া কাপ ক্রিকেট যুবদের এশিয়া শ্রেষ্ঠত্বের লড়ায়ের আসর। সকালে চট্টগ্রাম জহুর আহম্মেদ স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় কমিসনার আবদুল মান্নান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চট্টগ্রাম ভেনুর যুব অনুর্ধ ১৯ এশিয়া কাপ ক্রিকেট টুণামেন্টের উদ্ভোধন করেন। 

সকালে চট্টগ্রাম জহুর আহম্মেদ স্টেডিয়ামে শ্রীলঙ্কার অনুর্ধধ ১৯ ক্রিকেট দল টসে জয়লাভ করে প্রথমে বাংলাদেশ অনুর্ধধ ১৯ ক্রিকেট টিম কে ব্যাটকরতে পাঠান, বাংলাদেশ অনুর্ধধ ১৯ ক্রিকেট টিম নিধারিত ৫০/৪৬.৪ ওভারে সবকয়টি ইউকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে, দলের হয়ে তানজিদ হাসান ২৪. তৌহিদ রিহ্রদ ৩৫. সামিম হোসেন ২০. রিশাত হোসেন ১৮ করেন। বোলিং কালহারা শানতেনো, সাহিকা দোসহান দুলিতওয়ালাগে ২টি কানাফেরেরা, নিপুমালিংগা ১টি করে উইকেট লাভ করে। জবাবে শ্রীলঙ্কার অনুর্ধধ ১৯ ক্রিকেট দল ১৪২ রানের জয়ের লক্ষকে ব্যাটিং করতে নেমে ৩৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ে লক্ষকে পৌছে। দলের হয়ে নোয়ানিন্ডু ফানিংন্ডু ৬৪* পিফিন্ডু ৩৬. দোলিত ওয়ালাগে ১০ রান করেন। বোলিং শরিফুল ইসলাম ২টি, মিতুনজয় চৌধুরী ১টি করে উইকেট লাভ করে। উক্ত খেলাই 
শ্রীলঙ্কার অনুর্ধধ ১৯ ক্রিকেট দল ৬ উইকেটে জয়লাভ করে। দিনের অপর খেলা চট্টগ্রাম এম,এ,আজিজ স্টেডিয়ামে পাকিস্তান অনুর্ধ ১৯ ক্রিকেট দল বনাম নেপাল অনুর্ধ ১৯ ক্রিকেট দলের মধ্যোকার খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলা পাকিস্তান অনুর্ধ ১৯ ক্রিকেট দল টসে জয় লাভ করে নেপাল অনুর্ধ ১৯ ক্রিকেট দলে ব্যাটিং করতে পাঠান নির্ধারিত ৫০/৩৩.৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান সংগ্রহ করেন। দলের হয়ে হারুন এরশাদ ৩৬.ওয়াজেদ সাফি ৮.হারপিত সিং ৮ রান করেন। বোলিং নাঈমশা ৪টি মোঃ জুনাইয়াদ ৩টি এবং মোঃ আসিফ, ফারুক আব্বাস ১টি করে উইকেট লাভ করে। জবাবে ৭৮ রানের জয়ের লক্ষকে ব্যাটিং করতে নেমে ১৪.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ে লক্ষকে পৌছে। দলের হয়ে মহসিন খান ৩২* সাইম আইয়ুব ১৫.রুহান নাজির ২৪ রান করেন। বোলিং নাছেরুল্লাহ রানা ১টি উইকেট লাভ করে। উক্ত খেলা পাকিস্তান অনুর্ধ ১৯ ক্রিকেট দল ৯ উইকেটে বিশাল ব্যবধানে 
জয় লাভ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ