মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রাম: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আগামী নির্বাচনে তরফদার মো. রুহুল আমিনকে সভাপতি প্রার্থী ঘোষণা করা হয়েছে।
গত শনিবার (২৯ সেপ্টেম্বর) পর্যটন শহর কক্সবাজারে অনুষ্ঠিত বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ৬৪ জেলার প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন রুহুল আমিনকে ২০২০ সালের এপ্রিলে অনুষ্ঠেয় বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী ঘোষণা করেন।
‘ফুটবলের সোনালি দিন ফিরিয়ে আনার শপথ নিন’ স্লোগানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি মেয়র। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিবের দায়িত্বে আছেন তরফদার রহুল আমিন।
প্রার্থী ঘোষণার বিষয়টি স্বীকার করে তরফদার মো. রুহুল আমিন বলেন, কক্সবাজারে বিশেষ সাধারণ সভায় ৬৪ জেলার প্রতিনিধিদের সম্মতিক্রমে মেয়র মহোদয় আমাকে প্রার্থী ঘোষণা করেছেন। আমার ওপর আস্থা রাখায় আমি সবার কাছে কৃতজ্ঞ। সংগঠনের উন্নয়নে বাংলাদেশ ফুটবলের সুদিন ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবো।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির সভাপতি মনোনিত হওয়া বরেণ্য ক্রীড়া সংগঠক তরফদার মো. রুহুল আমিন দেশের ক্রীড়াঙ্গনের আলোচিত ব্যক্তি। তার মালিকানাধীন সাইফ পাওয়ারটেক দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দরে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ করে যাচ্ছে। সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামে আয়োজন করা হয় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল।
শেখ কামাল গোল্ড কাপের সাফল্যের পর থেমে থাকেননি তরফদার রুহুল আমিন। জড়িয়েছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন শাখায়। ফুটবল থেকে দাবা, অনেক খেলায় এখন সাইফ পাওয়ারটেক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তবে তরফদার রুহুল আমিন ফুটবলের উন্নয়ন ও প্রসারেই বেশি আগ্রহী।
তৃণমূল থেকে ফুটবলের জাগরণ ঘটাতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। তার হাত ধরে বাংলাদেশের ফুটবল নতুন প্রাণের ছোঁয়া পাবে বলে আশা করছেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
0 মন্তব্যসমূহ