বাঁশখালীতে ইউনিয়ন ভিত্তিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ-১৭) টুর্নামেন্টের।। “।”
মঙ্গলবার বিকেলে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল হক মৃদুল, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসতিয়াক আহমেদ, যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম ভূইয়া, ওসি তদন্ত কামাল হোসেন, চট্টগ্রাম দক্ষিণজেলা অাওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও বাঁশখালী উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ রবি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম, শেখেরখীল ইউপি চেয়ারম্যান মো. ইয়াছিন, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন, উপজেলা আলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরুল হক ফাহিম, বাঁশখালী পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ গুহ, উপজেলা ওলামালীগের সভাপতি মাও. আক্তার হোসেন, পৌর যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ, আ'লীগ নেতা সৈয়দ আলী মোস্তফা সহ প্রমূখ। “।”
বাঁশখালী উপজেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এতে উপজেলার ১৫ টি ইউনিয়নের ফুটবল দল অংশগ্রহন করবে। উদ্বোধানী ম্যাচে বৈলছড়ি ও শেখেরখীল ইউনিয়ন প্রতিযোগিতা করে। জিএম চৌধুরীর পরিচালনায় বিকেল ৪টায় শুরু হওয়া খেলার প্রমার্ধে ১১মিনিটে বৈলছড়ি ইউনিয়নের খেলোয়াড় মো. রোবেল গোল দেয়। সর্বশেষ শেখেরখীল ইউনিয়নকে (১-০) গোলে পরাজিত করে জয়লাভ করে বৈলছড়ি ইউনিয়ন ফুটবল একাদশ। এদিন বিপুল পরিমাণ দর্শক ম্যাচ উপভোগ করতে হাজির হন।। “।”
0 মন্তব্যসমূহ