মোহাম্মদ এরশাদঃ
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রীড়া সংগঠকদের প্রশাসনিক বিষয়ে সঠিক ধারণা দেয়া ও বিশ্বব্যাপী অলিম্পিক প্রোগ্রামের Olympism এর সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে ৪র্থ Sports Administrators Course ২৩ সেপ্টেম্বর ২০১৮ইং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে উদ্বোধন করা হয়। সকাল- ১০ টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন উক্ত কোর্সের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাহী সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো: আলমগীর। সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং আন্তর্জাতিক অলিম্পিক একাডেমির ইয়াং পার্টিসিপেন্ট প্রোগ্রামের বাংলাদেশ প্রতিনিধি কল্লোল দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল কোর্স ডাইরেক্টর মো: মাহফুজুর রহমান সিদ্দিকী, কাজী মনিউজ্জামান, সিজেকেএস নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মোহাম্মদ ইউসুফ, এ.কে.এম. আবদুল হান্নান আকবর, রেজিয়া বেগম ছবি, সিজেকেএস কাউন্সিলর এস.এম. শহীদুল ইসলাম, শাহীন সরওয়ার, এনামুল হক সহ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ প্রমূখ।
0 মন্তব্যসমূহ