মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কে এন-হারবার কনসোর্টিয়াম-সিজেকেএস প্রিমিয়ার ও ১ম বিভাগ ব্যাডমিন্টন লীগ, ১৮ অক্টোবর সিজেকেএস জিমন্যাশিয়ামে হলে উদ্বোধন করা হয়, উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন।এতে আরো উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান কে এন-হারবার কনসোর্টিয়াম এর চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী মোস্তাক এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। সিজেকেএস যুগ্ম-সম্পাদক ও ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও ব্যাডমিন্টন কমিটির সম্পাদক দিদারুল আলমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিজেকেএস সহ-সভাপতি মো: মোজাম্মেল হক, নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মোহাম্মদ ইউসুফ, এ.কে.এম. আবদুল হান্নান আকবর, গোলাম মহিউদ্দীন হাসান, মোহাম্মদ অহিদ সিরাজ চৌধুরী স্বপন, তানভীর আহমেদ চৌধুরী, সিজেকেএস কাউন্সিলর মাহমুদুর রহমান মাহবুব, আকতারুজ্জামান, গিয়াস উদ্দিন, মোরশেদুল আলম,রোলার স্কেটিং কমিটির সম্পাদক আবদুর রশীদ লোকমান, মো: লুৎফুল করিম সোহেল, রাশেদুর রহমান মিলন, এনামুল হক, সিজেকেএস ব্যাডমিন্টন কমিটির যুগ্ম সম্পাদক নিখিল চন্দ্র ধর, মোরশেদ খান, সদস্য নিমশান জাহাঙ্গীর, মাইনুল ইসলাম আজাদ, চম্পা কলি বড়–য়া, মোঃ জসিম উদ্দিন, তৌহিদ হোসেন প্রমূখ।
প্রিমিয়ার লীগে অংশগ্রহণকারী বিদেশি ও.পি.এ দলের পক্ষে পুরুষ খেলোয়াড় সিম উই পেং (মালেশিয়া), মহিলা খেলোয়াড় শ্রুতি শতীস মুনদাদা (ভারত), সিটি ক্লাবের পক্ষে মহিলা খেলোয়াড় লিখিতা শ্রীভাসতব (ভারত), নবীন মেলা দলের পক্ষে পুরুষ খেলোয়াড় ইমাম আদি কুসুমা আদমাজা (ইন্দোনেশিয়া), মহিলা খেলোয়াড় নমীতা পাথানিয়া (ভারত), আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের পক্ষে পুরুষ খেলোয়াড় অরিনতাপ দাশ গুপ্তা (ভারত), মহিলা খেলোয়াড় অনুরীয়া দাশ (ভারত)।
0 মন্তব্যসমূহ