মোঃ সাদিকউর রহমান শাহ্ (স্কলার)ঃ
নীলফামারীর ডিমলায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক ভিডিও প্রজেক্টরের মাধ্যমে কৃষি খাদে উদ্যোগক্তা সৃষ্টিতে দু. দিনের প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র অর্থায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন এবং কৃষি ও সেচ সংক্রান্ত স্থায়ী কমিটির বাস্তবায়নে এ প্রশিক্ষনের আযোজন করা হয়। ৯-১০ অক্টোবর পর্যন্ত দু’দিন ব্যাপী উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষনের শুভ-উদ্ধোধন করেন প্রধান অতিথি উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী জেলা খামারবাড়ি মো: আবুল কাশেম আযাদ। উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার মুন’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন উক্ত প্রকল্পের সহায়ক বিভা রায়। এ প্রশিক্ষনে প্রথম দিনে উপজেলার ৫টি ইউনিয়নের ৩৫ জন স্থানীয় আদর্শ কৃষক-কৃষানীকে প্রশিক্ষন প্রদান করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রশিক্ষনের শুরুতে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কনক চন্দ্র রায়ের সঞ্চালনায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: সেকেন্দার আলী বলেন, এ প্রশিক্ষনের ফলে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সৃষ্টিতে কৃষি খাদে খুবভালো সহায়ক হবে এবং বোরো, আমন ধান সঠিক পরিচর্জায় ফসলের উচ্চ ফলনশীল চাষাবাদ করার জ্ঞানবৃদ্ধি করবে, এতে কৃষি তথা দেশের আরো বেশি উন্নয়ন হবে। প্রশিক্ষণরত কৃষকরা এ প্রশিক্ষণে বোরো, আমন ফসলের পাশাপাশি বসতবাড়িতে শাকসবজি চাষ, পানি সাশ্রয়ী ফসল উৎপাদন, ফসলের জৈব ব্যবস্থাপনা,ভালো বীজের গুরুত্ব ও বীজ উৎপাদনে উন্নত কলাকৌশল, ভার্মি কম্পোস্ট সারের গুরুত্ব সর্ম্পকে খাতা কলমে ও প্রজেক্টর মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
0 মন্তব্যসমূহ