বাঁশখালীতে ভুল ওষুধ সেবনে শিশুর মৃত্যু

বি,এন ডেস্কঃ
বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পরিবারের সদস্যদের দ্বারা ভুল ওষুধ সেবনের কারণে গত শুক্রবার রাত ৩টার দিকে সীমা জলদাস (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ১৩ অক্টোবর সকালে বাড়ির পাশের শ্মশানে তার সমাধি করা হয়েছে।
জানা যায়, গ-ামারা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জেলে পাড়ায় শুভ দাসের কন্যা সীমা জলদাশ গত শুক্রবার সন্ধ্যা থেকে পেটে ব্যথা অনুভব করে। যন্ত্রণা সহ্য করতে না পেরে কান্নাকাটি করলে শিশুটির মা ভাগ্য জলদাস ঘরে রক্ষিত পেট ব্যাথার ট্যাবলেট খাইয়ে দেন। ব্যথা বেড়ে গেলে খাওয়ার স্যালাইন খাইয়ে দিয়ে রাত ৩টার দিকে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রেশমী বিশ্বাস ও সহকারী চিকিৎসক মাসুদ পারভেজ শিশুটির শরীরে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা দেন।
নিহত সীমার পিসি (ফুফু) পটু জলদাস বলেন, হঠাৎ করে পেট ব্যথা অনুভব করায় সীমার মা বাড়িতে থাকা নো-স্পা ট্যাবলেট সেবন করিয়ে দেয়। বাঁশখালী হাসপাতালের চিকিৎসক ডা. রেশমি বিশ্বাস ও সহকারী মাসুদ পারভেজ বলেন, সীমার মৃত্যুর মূল কারণ হলো পরিবারের ভুল চিকিৎসা।
সুত্রঃ দৈনিক পূর্বকোণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ