মোঃ এরশাদঃ গত ২৯ অক্টোবর সোমবার, পিকেএসএফ এর সহায়তায় মমতা'র বাস্তবায়নাধীন সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় আনোয়ারা উপজেলায় আন্ত:স্কুল ফুটবল টূর্নামেন্ট এর ফাইনাল খেলা তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে চাতরী বহুমূখী উচ্চ বিদ্যালয় ও তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী উচ্চ বিদ্যালয়। চাতরী বহুমূখী উচ্চ বিদ্যালয় ১-০ গোলে তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সদস্যদেরকে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়। পুরষ্কার বিতরন কালে উপস্থিত ছিলেন মমতা'র সহকারী পরিচালক মোনাক্কা আল মামুন, চাতরী বহুমূখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ এরফান চৌধুরী, তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ মিনহাজ, সাংষ্কৃতিক ও ক্রীড়া শিক্ষক প্রনব চক্রবর্তী, শিক্ষক নিজাম উদ্দীন, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদের, মমতা'র সাংষ্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি সংগঠক সিফাত কবির খান, শাখা ব্যবস্থাপক সেকান্দার আলী বাদশা প্রমুখ।
উল্লেখ্য মমতা সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে উক্ত টূর্নামেন্ট উদ্বোধন করা হয় বিগত ২৫ অক্টোবরে। উক্ত টুর্নামেন্ট উদ্বোধন করেন মমতা’র পরিচালক (আইসিটি,প্রোগ্রাম এন্ড প্রজেক্ট) ও কর্মসূচির ফোকাল পারসন তৌহিদ আহমেদ। টুর্নামেন্টে আনোয়ারা উপজেলার মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, উক্ত টুর্নামেন্টের খেলা গুলি পরিচালনা করেন নুরুল আমিন, মোহাম্মদ এরশাদ, রিপন।
0 মন্তব্যসমূহ