মোহাম্মদ এরশাদঃ কর্ণফুলীর ব্রিজঘাট সিডিএ সড়ক টু বিএফডিসি সড়ক সংস্কারের দাবিতে ছাত্রছাত্রীরা মানববন্ধন ও কর্মসূচি পালিত করেছে।
১৪ অক্টেবর রবিবার সকাল ১১টা হতে দুপুর পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত সড়কের উপর দাড়িয়ে।
এ মানববন্ধন কর্মসূচি পালনকালে উপজেলার ইছানগর, চরপাথরঘাটা ও খোয়াজনগরের সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।
এতে সিনিয়র বক্তারা বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি এ রাস্তার উদ্বোধন করলেও প্রকৌশলী ও ঠিকাদারের আর্থিক দুর্নীতির কারণে প্রায় সময় নিম্নমানের কাজ সম্পন্ন হয়ে থাকে। ফলে কিছুদিন না যেতেই সড়কের বেহালদশায় পরিণত হয়।
এতে কলেজ শিক্ষার্থী মুরাদ বলেন, ‘ঠিকাদারী প্রতিষ্ঠান ও রোডস এন্ড হাইওয়ের গাফিলতির কারণে যাত্রী সাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
এতে শিক্ষার্থীদের সাথে এলাকার শতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ একাত প্রকাশ করে বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে ছাত্রছাত্রীরা মিছিল সহকারে বিএফডিসি সড়ক প্রদক্ষিণ করেন।
উল্লেখ্য, এ সড়ক সংস্কার ও টেকসই সড়ক রুপে তৈরি এবং সম্প্রসারণের দাবিতে দীর্ঘদিন থেকে ইছানগরবাসী আন্দোলন করে আসছে।
এ বিষয়ে কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাশেদ রানা বলেন, ‘আজ বিএফডিসি রাস্তার জন্য স্কুল ছাত্রছাত্রীরা মানববন্ধন করছে। ব্রীজঘাট হতে ইছানগর গ্রামের প্রবেশদ্বার সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা খ্যাত বিএফডিসি সড়কটি পথ চলার অনুপযোগী হয়ে পড়েছে।’
অন্যদিকে ছাত্রছাত্রীদের মানববন্ধন দেখে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর এডমিনিস্ট্রেটিভ অফিসার আহমেদ জলিল বলেন, ‘শতভাগ সমর্থন থাকবে প্রতিবাদকারীদের সাথে। প্রতিবাদ হয়ে উঠুক পুরো ইছানগরবাসী তথা চরপাথরঘাটা ইউনিয়ন-এর জনসাধারণের পক্ষ থেকে। আমাদের ইউনিয়নে অনেক বড় বড় ভারী শিল্পপ্রতিষ্ঠান থাকা সত্বেও কেন আমরা অবহেলিত বলে মন্তব্য করেন তিনি।
এছাড়াও তিনি বলেন, এলাকার জনপ্রতিনিধিরা নীরব হয়ে আছে। প্রয়োজনে এলাকার উন্নয়নের স্বার্থে জনগণকে সাথে নিয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা তোফায়েল মিয়া বলেন, ভারি যান চলাচলের কারণে অল্প সময়ে সড়কের অবস্থা খারাপ হয়ে যায়। আমরা চেষ্টা করতেছি দ্রুত সময়ে এ সড়কের সংস্কার কাজ করতে।’
১৪ অক্টেবর রবিবার সকাল ১১টা হতে দুপুর পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত সড়কের উপর দাড়িয়ে।
এ মানববন্ধন কর্মসূচি পালনকালে উপজেলার ইছানগর, চরপাথরঘাটা ও খোয়াজনগরের সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।
এতে সিনিয়র বক্তারা বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি এ রাস্তার উদ্বোধন করলেও প্রকৌশলী ও ঠিকাদারের আর্থিক দুর্নীতির কারণে প্রায় সময় নিম্নমানের কাজ সম্পন্ন হয়ে থাকে। ফলে কিছুদিন না যেতেই সড়কের বেহালদশায় পরিণত হয়।
এতে কলেজ শিক্ষার্থী মুরাদ বলেন, ‘ঠিকাদারী প্রতিষ্ঠান ও রোডস এন্ড হাইওয়ের গাফিলতির কারণে যাত্রী সাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
এতে শিক্ষার্থীদের সাথে এলাকার শতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ একাত প্রকাশ করে বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে ছাত্রছাত্রীরা মিছিল সহকারে বিএফডিসি সড়ক প্রদক্ষিণ করেন।
উল্লেখ্য, এ সড়ক সংস্কার ও টেকসই সড়ক রুপে তৈরি এবং সম্প্রসারণের দাবিতে দীর্ঘদিন থেকে ইছানগরবাসী আন্দোলন করে আসছে।
এ বিষয়ে কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাশেদ রানা বলেন, ‘আজ বিএফডিসি রাস্তার জন্য স্কুল ছাত্রছাত্রীরা মানববন্ধন করছে। ব্রীজঘাট হতে ইছানগর গ্রামের প্রবেশদ্বার সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা খ্যাত বিএফডিসি সড়কটি পথ চলার অনুপযোগী হয়ে পড়েছে।’
অন্যদিকে ছাত্রছাত্রীদের মানববন্ধন দেখে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর এডমিনিস্ট্রেটিভ অফিসার আহমেদ জলিল বলেন, ‘শতভাগ সমর্থন থাকবে প্রতিবাদকারীদের সাথে। প্রতিবাদ হয়ে উঠুক পুরো ইছানগরবাসী তথা চরপাথরঘাটা ইউনিয়ন-এর জনসাধারণের পক্ষ থেকে। আমাদের ইউনিয়নে অনেক বড় বড় ভারী শিল্পপ্রতিষ্ঠান থাকা সত্বেও কেন আমরা অবহেলিত বলে মন্তব্য করেন তিনি।
এছাড়াও তিনি বলেন, এলাকার জনপ্রতিনিধিরা নীরব হয়ে আছে। প্রয়োজনে এলাকার উন্নয়নের স্বার্থে জনগণকে সাথে নিয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা তোফায়েল মিয়া বলেন, ভারি যান চলাচলের কারণে অল্প সময়ে সড়কের অবস্থা খারাপ হয়ে যায়। আমরা চেষ্টা করতেছি দ্রুত সময়ে এ সড়কের সংস্কার কাজ করতে।’
0 মন্তব্যসমূহ