বি,এন ডেস্কঃ
ব্যান্ড সংগীতের কিংবদন্তী আইয়ুব বাচ্চুর মরদেহ আজ শনিবার সকাল ১০ টায়
ইউ এস বাংলার বিমানে করে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে পৌঁছবে। সিটি
মেয়র আ জ ম নাছির উদ্দিন বিমান বন্দরে আইয়ুব বাচ্চুর মরদেহ গ্রহণ করবেন।
এরপর তাঁর মরদেহ সিটি কর্পোরেশনের মরদেহ বহনকারী গাড়িতে করে প্রথমে মাদারবাড়ি নিয়ে যাওয়া হবে। বিকেল ৩ টায় নিয়ে যাওয়া
হবে জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে। নগরীর জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদ মাঠে
তার কফিন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বিকেল ৩ টা থেকে ৪ টা
পর্যন্ত রাখা হাবে। প্রয়াত একিংবদন্তী শিল্পীর মরদেহের দাফন-কাফন ও
সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের সকল ব্যবস্থার আয়োজন ও প্রস্তুতি নিয়ে
রেখেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম
নাছির উদ্দীন শুধুমাত্র নিকটাত্মীয় ছাড়া আইয়ুব বাচ্চুর চট্টগ্রামের ভক্ত
অনুরাগীদের তার মরদেহ দেখার জন্য শিল্পীর চট্টগ্রামের বাসভবনে (মাদারবাড়ী)
ভিড় না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। বাদ আসর জমিয়তুল ফালাহ্
জাতীয় মসজিদে নামাজে জানাযা শেষে তার লাশ নগরীর চৈতন্য গলি কবরস্থানে দাফন
করা হবে।
সুত্রঃ দৈনিক পূর্বকোণ
0 মন্তব্যসমূহ