বাঁশখালীর অভ্যন্তরিন সড়ক পথ। দেখলেই মনে হবে পুকুর। "বর্ষাকালে সড়কের এমন দৃশ্য প্রায়ই সচরাচর একটা বিষয়।
গুনাগারী কাসমহলের উওর পাশে ও কালীপুর ইউনিয়ান পরিষদের এবং আনসার কেম্পের সংলগ্নে।
প্রধান সড়কটি অবস্থতা দেখেই বুঝা যায় আমরা মান্ধাতার আমলে আছি যেন একটি মৃত্যু কুপ। কাঁদা মাড়িয়ে,এক থেকে দেড় বিঘত পানির উপর দিয়ে যাতায়ত করছে হাজার হাজার সাধারণ ছাত্র/ছাত্রী থেকে শুরু করে যাত্রী সাধারণ। প্রতিদিন হাজার হাজার মানুষ চট্টগ্রাম শহরে চলাচল করে এই প্রধান সড়কটির উপর দিয়ে। দূর্ভোগের সীমা আকাশ ছুঁয়েছে।এই সড়কে চলাচলরত যানবাহন গুলো বিকল হয়ে যাচ্ছে, যন্ত্রপাতি গুলো অকেজো হয়ে পড়ছে। বিশেষ করে কোমলমতি শিশু কিশোরদের যাতায়তে বিঘ্ন ঘটছে। স্কুল ব্যাগ বোঝাই শিক্ষার্থীরা প্রতিনিয়ত চরম অনীহার মাঝে পারাপার করছে সড়ক দিয়ে। একটু বৃষ্টি হলেই সড়কটি পুকুরে রুপ নেয়। চলাচলের অযোগ্য হয়ে যায় বৃষ্টির স্রোতে আসে পাসের দোকানে পানি ডুকে বিভিন্ন জিনিস প্রত্র নষ্ট হয়ে যাচ্ছে বলে দোকান মালিকরা জানান। যথাযত কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। আপনাদের আন্তরিকতায় সড়কটি প্রাণ ফিরে পাবে। শিগ্রই উক্ত প্রধান সড়কের মেরামত কাজ সম্পন্ন করার জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ক্যাপশন: গুনাগারী কাসমহলের
উওর পাশে ও কালীপুর ইউনিয়ান পরিষদের সংলগ্নে।
0 মন্তব্যসমূহ