মোঃ সাদিকউর রহমান (স্কলার)ঃ
“উত্তরের শিল্পনগরী দীপ্তিমান নীলফামারী” “Shining Nilphamari-Industrial City of North” শীর্ষক জেলা ব্রান্ড বুক প্রকাশনার মোড়ক উম্মোচন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার (৯ অক্টোবর) বিকাল ৫ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রকাশনার মোড়ক উন্মোচন করেন সংস্কৃতি মন্ত্রী নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর। জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনুর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোতালেব হোসেন, র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর এ.টি.এম নাজমুল হুদা, বেপজার জেনারেল ম্যানেজার (জিএম) আবদুস সোবহান প্রমুখ। এ ছাড়া ৬ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাগণ,পর্যায়ের সব বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। প্রকাশনা টিতে নীলফামারীর জেলার ৬ উপজেলা ও চারটি পৌরসভা এলাকার উত্তরা ইপিজেড, বিসিক শিল্প নগরী সহ বে-সরকারী ভাবে প্রতিষ্ঠিত বিভিন্ন শিল্প কলকারখানার উৎপাদিত পণ্যকে চিহ্নিত করে “উত্তরের শিল্পনগরী দীপ্তিমান নীলফামারী” শীর্ষক জেলা ব্রান্ড বুকের নাম করন করা হয়। এ ছাড়া নানান ঐতিহাসিক নির্দশন, অতীত,স্মৃতিবিজড়িত স্থানের ছবি সহ বিস্তারিত বিবরণ, চরাঞ্চলের কৃষি সহ জীবিকা, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ছবি স্থান পেয়েছে। এ ছাড়া নীলফামারী জেলার নাম করণ ও ইতিহাস ঐতিহ্যের ছবিসহ তথ্য সমৃদ্ধ বিবরণ আছে এ প্রকাশনায়। এছাড়াও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর সহ বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের এ.টু.আই প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পি.এ.এ-র বাণীও এতে সংযোজন করা হয়েছে।
0 মন্তব্যসমূহ