জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ২৮ রানে জয় পেয়েছে বাংলাদেশ দল। আগামীকাল বুধাবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সর্বশেষ ২০১৬ সালে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে খেলেছিল বাংলাদেশ দল।
সেবার ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিল টাইগাররা। দলের সঙ্গে ছিলেন ঘরের ছেলে টাইগার ওপেনার তামিম ইকবাল। দুই বছর পর আবারো চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। কিন্তু ইনজুরির কারণে খেলা হচ্ছে না তামিম ইকবালের। তামিমের অভিষেকের পর এই প্রথম চট্টগ্রামে তাকে ছাড়া খেলছে বাংলাদেশ দল।
তামিমের অভিষেকের পর এই মাঠে এখন পর্যন্ত ১৪টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। আর সেই সবগুলো ম্যাচেই খেলেছিলেন তামিম। আর এই মাঠে তামিমের পারফরম্যান্সও দুর্দান্ত। চারটি অর্ধশতক হাঁকানোর পাশাপাশি ৪২ গড়ে ৪৯৭ রান করেছেন তিনি। তার সর্বোচ্চ ইনিংস ৯৫ রানের।
আগামীকাল বুধবার দেশসেরা এই ওপেনারকে ছাড়াই চট্টগ্রামে খেলতে হচ্ছে বাংলাদেশকে।
0 মন্তব্যসমূহ