মমিনুল হকের সেঞ্চুরিতে চট্টগ্রামের জয়
অক্টোবর ২৫, ২০১৮
মোহাম্মদ এরশাদ
স্কোরঃ
ঢাকা ডিভিশন
প্রথম ইনিংসঃ
২৮৮ অল আউট (আব্দুল মজিদ ৭২), নায়েম হাসান (১০৬/৮)
দ্বিতীয় ইনিংসঃ
১৫১ অল আউট (নাজমুল হোসেন মিলন ৩৯), নায়েম হাসান (৩৯/৩)
চট্টগ্রাম ডিভিশন
প্রথম ইনিংসঃ
২৩৮ অল আউট (ইয়াসির আলি ৬০), মোশাররফ হোসেন (৬৩/৩)
দ্বিতীয় ইনিংসঃ
২০৫/২ (মমিনুল হক ১১১*, তাসামুল হক ৮৯*), সাদাউদ্দিন শাকিল (১২/১)
চট্টগ্রামে জাতীয় ক্রিকেট লীগে টায়ার-২'র ম্যাচে ঘরের মাঠে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে মমিনুল হকের দল। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক মমিনুলের সেঞ্চুরিতে ৮ উইকেটের জয় পায় স্বাগতিকরা। মমিনুল অপরাজিত থাকেন ১১১ রান করে, অপরপ্রান্তে থাকা তাসামুল হক অপরাজিত থাকেন ৮৯ রানে।
শেষ দিন জয়ের জন্য চট্টগ্রামের প্রয়োজন ছিল ৮৯ রান। মমিনুল ৬২ ও তাসামুল ৪৬ নিয়ে ব্যাট করতে নামেন। প্রতিপক্ষের বোলারদের দেখে শুনে খেলে সেঞ্চুরি তুলে নেন মমিনুল। দুই ব্যাটসম্যানের দৃঢ়তায় ৮ উইকেটের জয় তুলে নেয় চট্টগ্রাম।
ঢাকা বিভাগের করা ২৮৮ রানের জবাবে চট্টগ্রামের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ২৩৮ রানে। চট্টগ্রামের হয়ে প্রথম ইনিংসে নায়েম হাসান একাই নেন ৮ উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চট্টগ্রামের বোলারদের তপের মুখে পড়ে ঢাকা।
দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫১ রানে গুটিয়ে যায় ঢাকা। দলের পক্ষে নাজমুল হোসেন মিলন করেন সর্বোচ্চ ৩৯ রান। দুই ইনিংস মিলিয়ে নায়েম হাসান শিকার করেন ১১ উইকেট। ২০৫ রানের লক্ষ্য পায় চট্টগ্রাম। সেই লক্ষ্যে ব্যাট করে ৮ উইকেটের জয় তুলে নেয় তাঁরা।
ঢাকা
মোহাম্মদ শরিফ, রকিবুল হাসান, শুভাগত হোম, রনি তালুকদার, আব্দুল মজিদ, নাদিফ চৌধুরি, মোশাররফ রুবেল, তাইবুর রহমান, নাজমুল ইসলাম অপু, সাইফ হাসান, শাহাদত হোসেন, মাহবুবুল আলম অনিক, নাজমুল হোসেন মিলন, দিদার হোসেন, মিনহাজ খান, মানিক মিয়া, শাকিল হোসেন, শাকিল তালুকদার, সৈকত হোসেন, জাহিদুজ্জামান, জয়রাজ শেখ ইমন, রাকিন আহমেদ।
চট্টগ্রাম
মুমিনুল হক, মাহিদুল ইসলাম অংকন, সাজ্জাদুল হক রিপন, ইয়াসির আলি রাব্বি, সাঈদ সরকার, মাহমুদুল হাসান জয়, ইরফান শুক্কুর, সাদিকুর রহমান, পিনাক ঘোষ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, ইফতেখার সাজ্জাদ রনি, ওয়াহিদুল আলম, শাখাওয়াত হোসেন, ইয়াসির আরাফাত মিশু, ইরফান হোসেন, হাসান মাহমুদ, ইমরুল করিম, তাসামুল হক, জুবায়ের হোসেন লিখন।
0 মন্তব্যসমূহ