চিটাগং ভাইকিংসের মালিক হচ্ছেন আ জ ম নাছির
অক্টোবর ২৫, ২০১৮
মোহাম্মদ এরশাদঃ
বিপিএলের সপ্তম আসর থেকে চিটাগংস ভাইকিংসের মালিকানায় আসবেন চট্টগ্রামের মেয়র ও বিসিবি পরিচালক আজম নাছির। মালিকানা নিয়ে চার বছরের বাধ্যবাধকতা থাকায় এবারও সুযোগ দেয়া হয়েছে ডিবিএল গ্রুপকে। এমনটাই জানিয়েছেন আ জ ম নাছির।
তিনি জানান, বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক করে এ মাসেই গঠিত হবে চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট কাঠামো। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামকে আরো আধুনিক করার প্রতিশ্রুতি দিয়েছেন এ নগরপিতা।
চিটাগং ভাইকিংসের মালিকানা নিয়ে আলোচনা, সমালোচনা কম হয়নি। স্থানীয় দর্শকের অসন্তুষ্টি আছে। দল গঠন নিয়ে ছিলো বিতর্ক। মালিক পক্ষের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার।
বিপিএল ষষ্প আসর নিয়েও হয়েছে নাটকিয়তা। বিসিবিকে চিঠি দিয়ে মালিকানায় থাকতে চায়নি ডিবিএল গ্রুপ। পরে আবার সিদ্ধান্ত প্রত্যাহার করে অংশ নিতে রাজী হয়।
তবে এবারই ডিবিএল গ্রুপের শেষ বিপিএল। নড়েচড়ে বসেছেন আজম নাছির আকরাম খানরা। সপ্তম আসর থেকে নিজেদের অধীনে নতুন উদ্যামে চিটাগং ভাইকিংসকে সাজাতে চান সিটি মেয়র।
আঞ্চলিক ক্রিকেট নিয়েও আশার কথা শোনালেন নাছির। সিলেটে আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে ইতোমধ্যে। এমাসেই কমিট্হিচ্ছে চট্টগ্রামেও। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংস্কার ও আধুুনিক করার ব্যাপারে দ্রুত উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দিলেন আজম নাছির।
0 মন্তব্যসমূহ