মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব কাথারিয়ার বরইতলী খান্দাখাল নামক যে সড়কটি
নদীর পাড় ঘেঁষে কাথারিয়া ইউনিয়নের সীমান্ত হয়ে দাঁড়ি়য়ে আছে৷ যাকে কাথারিয়া ইউনিয়ন দক্ষিণাঞ্চলসহ বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া-ঘোনাপাড়ার বাঁধ-ভাঙ্গা জোয়ার থেকে রক্ষক বলা হয়৷ এবং পূর্ব কাথারিয়া, পশ্চিম সরল ও পশ্চিম বৈলছড়ীর মিলনমোহনায় প্রধান সড়কের ভূমিকা পালন করে যাচ্ছে৷ সেই জনবহুল রাস্তা টি দুইশ গজের ব্যবধানে বিশাল দু'টি ভাঙনের আজ বড় অসহায়৷ অত্র এলাকার বিশাল এরিয়াভূক্ত মানুষ অসহায় ও আতঙ্কিত! যে কোন মুহূর্তে ভেঙে যাবে গুরুত্বপূর্ণ এ সড়ক টি৷ ডুবে যাবে বিশাল এলাকা৷ সবাই প্রহর গুনছে৷উভয় ভাঙনের বিপরীতে মাঝখানের ওপারে এলাকার ভাঙনটির পাথর বসানোর মাধ্যমে উন্নয়নের কাজ চললেও এ পাড়ের মানুষ অসহায়!!
বিশাল ক্ষয়-ক্ষতির সম্মূখীন!!!
যুদি এর মধ্যে সড়কটি জন্য কোন ব্যবস্থতা না নেয়া হয় বিশন ক্ষয়-ক্ষতির সম্মূখীন হবে দুই ইউনিয়নের মানুষ৷ অন্তত ভিটে-বাড়ী হারিয়ে নিঃস্ব হবে ডজন খানিক পরিবার৷ কৃষি ও ফসলাদির জমি জলাশয় পরিনত হয়ে আর্থিকভাবে পঙ্গু হবে কমপক্ষে দুই শতাধিক পরিবার৷ তা ছা়ড়া হাজারো জনগণের যাতায়াত বন্ধসহ বিভন্ন দূর্ভোগে পড়বে কাথরিয়া, সরল ও বৈলছড়ী ইউনিয়নের জনগণ৷ সরকার সংশ্লীষ্ট বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি৷ এলাকাবাসীর পক্ষ থেকে জনগণের পাঁশে দাঁড়ানোর জন্য আহবান জানাচ্ছি৷
0 মন্তব্যসমূহ